আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসবে?...

কবিতা আমি লিখিনি কখনো, তবু মাঝে মাঝে মনের কথা বা ব্যথা গুলো লিখে রাখতে ইচ্ছা করে। তাই আর কি।

তোমার প্রাণের মধ্যেখানে মিলবে তোমায় আরেকটি প্রাণ কান পেতে রও- শুনতে পাবে গাইছে সেজন তোমারই গান। বলবে সে কী? কিসের বাঁধন? কিসের ব্যথা? কিসের যাতন? জানতে হলে মুক্ত কর চোখটি হতে সব আচ্ছাদন! দগ্ধ সে যে; পড়ছে যখন দৃষ্টি তোমার তার নয়নে। স্তব্ধ সে যে; যখন তোমার স্পর্শ লাগে তার চরণে।

জানতে যদি চাও তুমি সেই পাগলপারা প্রাণের কথা দেখবে সে যে বাসায় ভালো -আপন করে তোমার ব্যথা; তোমায় পাওয়ার অংগীকারে সুখ ভুলে সে দুঃখে হাসে রুদ্ধ করে সকল দুয়ার ভাবছে-'ভাসে নীল আকাশে'! তোমার প্রিয়-শ্যামলা বরন, রেশমি চুলের তিলোত্তমা। সূর্যে সে কয়-"ফর্সা ত্বকে একটু ঢেলে দাও কালিমা"! আয়না দেখে চর্চা করে প্রাণ জুড়ানো মিষ্টি হাসি, চশমা খুলে, চোখ দুটোতে সাজায় কাজল রাশি রাশি। একটি দাবিই জানায় তোমায়- নয় তা ধনের নয় তা মানের! বোঝাতে শুধু ভালোবাসা সুর তোলে সে প্রেমের গানের। রাখবে সে যে জীবনবাজি বাসতে গিয়ে তোমায় ভালো! বারেক যদি হেসে হেসে তার আঁখিতে দৃষ্টি ঢালো। তোমার বুকে দীপ সে জ্বালে, পুড়িয়ে নিজের হৃদয় খান; তোমার প্রাণের মধ্যেখানে চায় সে হতে আরেকটি প্রাণ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।