আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টেলের চেয়ারম্যানর সফর এবং কিছু কথা। প্লিজ পড়ুন।

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

আপনারা অনেকেই পেপারে জেনেছেন যে বিশ্ব বিখ্যাত মাইক্রোপ্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের চেয়ারম্যান কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশে তিনি বিনিয়োগের সম্ভাবনা দেখতে আসবেন। ইন্টেলের চেয়ারম্যান এর এই সফরকে সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত। কারণ, ইন্টেলের বিনিয়োগ মানে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চত।

প্রসংগত, ইন্টেল যুদ্ধ বিদ্ধস্ত ভিয়েতনামে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার বিনি্য়োগ করছিল, যা আমাদের ১ বছরের জাতীয় বাজেটের সমান। এর ফলে সমগ্র ভিয়েতনামের অর্থনীতিতে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে গিয়েছে। তারা এখন অনেক উন্নত। কিন্তু কষ্টকর ব্যাপার হচ্ছে সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। তারা এটাকে বিল গেটস বা বিল ক্লিনটনের সফরের মত মনে করছে।

সাথে সাথে আরেকটি জিনিস মনে রাখা দরকার যে, ইন্টেলের চেয়ারম্যান আসবে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে, বিল গেটসের মত ভিক্ষা দিতে নয়। তাই এটির সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত। এই সুযোগ আর আসবে না। এ ব্যপারে এখনই তথ্য প্রযুক্তিবিদদের সাথে আলোচনা করে তাড়াতাড়ি পদক্ষেপ নেয়া উচিত। আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে সুপ্ত প্রতিভা।

আমি নিজে এই লাইনের কারনে আমি জানি যে সেই সব প্রতিভার অপচয় হচ্ছে। সেই সব মানুষের জন্য চাকুরী না থাকার কারনে এরা হারিয়ে যাচ্ছে। আমার নিজের এক বন্ধু সে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইন্জ্ঞিনিয়ারিং এ স্নাতক। সে তার সমগ্র জীবনে প্রায় ১২ টির মত প্রজেক্ট করেছে। এর একটি ছিল Microcontroller Burner।

যারা তথ্য প্রযুক্তির সাথে জড়িত তারা আশা করি জানেন যে, একটি Microcontroller Burner এর দাম প্রায় ১১০ ডলার এবং এটি সাধারণত এখানে পাওয়া যায় না। সে ছেলেটি Microcontroller Burner বানিয়েছে যার খরচ পরেছে মাএ ৫০০টাকা। আমাদের বিএসসি তে থিসিস ছিল মাইক্রোপ্রসেসর ডিজাইন। Verilog and VHDL (হাই লেভেল প্রোগ্রামিং ভাষা যা আমাদের দেশে শুধু একটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো হ্য়) দিয়ে ৩ ধরনের মাইক্রোপ্রসেসর ডিজাইন এবং implement করা হয়েছে যা বাংলাদেশের মত দেশের ছাএদের জন্য কিছুটা অন্যরকম। কিন্তু এখন শুনতে হয় কি লাভ হয়েছে এগুলো করে? আমাদের দেশে তথ্য প্রযুক্তি কে মুখে গুরুত্ব দেয়া হলেও বাস্তবে এর কোন প্রয়োগ নেই।

ইন্টেল চেয়ারম্যানের সফরকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার জন্য জনমত তৈরির জন্য আমি ব্লগের সবাইকে আন্তরিক অনুরোধ করছি। এ সম্পর্কে তথ্য প্রযুক্তিবিদ (বাংলাদেশের গর্ব এবং অসংখ্য তরুণের আদর্শ) জাকারি্য়া স্বপনের একটি লেখা পড়ুন: [wjsK=http://www.prothom-alo.com/mcat.news.details.php?nid=NTYzODA=&mid=Mw==]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.