আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ালটি বেচে আছে আবার মরে গেছেঃ শ্রোয়েডিংগারের সংকট

হৃদয়ের কাছে বুদ্ধির বাস ভাল কথা। কিন্তু মাঝে মঝে হৃদয়ের ওপর থেকে বুদ্ধির শাসন তুলে দিতে হয়, হৃদয়কে স্বাধীন করে দিতে হয়, মুক্ত করে দিতে হয়। স্বাধীন মুক্ত হৃদয়ের ধর্মকে সব সময় বুদ্ধি দিয়ে বিচার করতে নেই থলের বিড়াল না, কালো বিড়াল না, বাক্সের বিড়াল টি এবার বের হলে হতে পারে। যদিও এ এক গল্পের বিড়াল। সত্তর বছর আগে পদার্থবিদ শ্রোয়েডিংগার যাকে সৃষ্টি করেছিলেন।

কিন্ত বৈজ্ঞানিক ধ্যান ধারনার জন্য এর গুরুত্ব অপরিসীম। সত্যি সত্যি যন্ত্রপাতি দিয়ে ল্যাবরেটরিতে করার বদলে বিজ্ঞানীরা মনে মনে এই এক্সপেরিমেন্ট করে থাকেন। শ্রোয়েডিংগারের সেই কল্পনার এক্সপেরিমেন্টে একটি বেড়াল আছে একটি বাক্সের মধ্যে, কিন্তু বেড়ালটি বেচে আছে কি মারা গেছে এ প্রশ্নের সাধারন কোন উত্তর নেই, বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে বেড়াল টি বেচে আছে আবার মারা গেছে এই দুই অবস্থাতেই বিদ্যমান। আপনি কিন্ত আস্তে আস্তে কোয়ান্টাম মেকানিক্সে প্রবেশ করছেন। চলুন তো দেখি সোজা ভাবে কোয়ান্টাম মেকানিক্স কি? খুব কি জটিল? আপনিই বিচার করুন এই গল্পটি পড়ে।

শ্রোয়েডিংগারের সংকট বেড়ালের বাচা মরার এই অদ্ভূত সিদ্বান্তের কারন হল আধুনিক পদার্থবিদ্যার নতুন শাখা কোয়ান্টাম মেকানিক্স। এর নিয়ম অনু্যায়ী একই বস্তু দুই রকম অবস্থার মধ্যে একটি উপরিপাতন থাকতে পারে। অর্থ্যাৎ কিনা সে বস্তুর অবস্থান, গতি ইত্যাদির বর্ননা একই সঙ্গে বিভিন্ন হতে পারে। একটি অর্ধ স্বচ্ছ, অর্ধ প্রতিফলক – এ রকম একটি কাচের ওপর তেরচা করে আলোকরশ্মি ফেললে কিছু আলো এর মধ্য দিয়ে চলে যায় আর কিছু আলো এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়। একে বলা হয় রশ্মি বিভাজক।

ওই রশ্মিতে যদি আলোর একটি মাত্র কনা (ফোটন) থাকে যার বিভাজন সম্ভব না, তাহলে হয় ফোটনটি কাচের মধ্য দিয়ে যাবে না হয় প্রতিফলিত হবে। এখন শ্রোয়েডিংগারের কল্পনার এক্সপেরিমেন্টের বাক্সের বেড়ালের সাথে আরোকিছু ব্যাবস্থা আছে। এতে আছে একটি বিষ ভরা পাত্র। অলোর ফোটন যদি সরাসরি বাক্সে যায় তা হলে বিষ ভরা পাত্রে তা আঘাত করবে আর বিষ মাটিতে পরে বেড়াল্টি মারা যাবে। আর যদি আলো প্রতিফলিত হয় তা হলে ফোটন বাহির দিয়ে চলে যাবে আর বেড়ালটি বেচে থাকবে।

কোয়ান্টাম তত্ত্ব কিন্ত আসলে বলেনা যে ফোটন হয় ভেতর দিয়ে গেছে না হয় প্রতিফলিত হয়েছে, এ তত্ত্বের কাছে কিন্ত ব্যাপারটা- হয় এটা নয় ওটা- এ রকম ব্যাপার নয়, বরং উভয়েই একের সাথে অন্যে জড়ানো। অর্থ্যাৎ কিনা বেড়ালটি বেচেও আছে মরেও গেছে। যতক্ষন পর্যন্ত কেউ বাহির থেকে বাক্স খুলে ভেতরের সত্যিকার অবস্থা জানতে নাপারে ততক্ষন পর্যন্ত এটি বেচে আছে আর মরে গেছে দু অবস্থাতেই আছে। এই অবস্থা যে ব্যাখা করতে পারে তার নাম কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স যতটা বিজ্ঞান ততটাই আধ্যাতিক।

যে মুহুর্তে জানা যাবে তখন ওই পর্যবেক্ষনের ক্রিয়াটির একটি অবস্থার অবসান ঘটবে। বেড়ালটি তখন হয় মরে যাবে না হয় বেচে থাকবে। তার আগ মুহুর্তে বেড়ালটি কোন অবস্থায় আছে তা বলা যাবে না, কারন তার বর্ননা দেবার দায়িত্ব কোয়ান্টাম মেকানিক্সের আওতায় সাধারন বুদ্বির না। এটিই শ্রোয়েডিংগারের বিখ্যাত সংকট, কোয়ান্টাম মেকানিক্স যাকে অবশ্যাম্ভাবী করে তুলছে। কোয়ান্টাম মেকানিক্স যে খাটি তত্ত্ব তা অসংখ্যবার বহুভাবে নিশ্চিত হয়ে একেবারে সন্দেহাতীত।

শ্রোয়েডিংগার নিজেও কোয়ান্টাম মেকানিক্সের একজন স্থপতি। মানুষের সাধারন বুদ্বি যেখানে অচল সেখানে কোয়ান্টাম মেকানিক্সের অবতারনা। সাধারন বুদ্বির দ্বিধা স্পষ্টতঃই ব্যাপারটা সাধারন বুদ্বিতে মানা যায়না। সার্বিকভাবে কোয়ান্টাম মেকানিক্স সব কিছুতেই এই ভাবে কথা বলে, ধরুন আমি একটি চাবির গোছা হারিয়ে ফেললাম, সেটি আপাতত আমি খুজে পেলাম না, কিন্তু কোথাও না কোথাও সেটি নিশ্চয়ই আছে একথা আমি জোর দিয়ে বলতে পারি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলবে যতক্ষন পর্যন্ত আমি ওটা খুজে না পাচ্ছি ততক্ষন পর্যন্ত ওটা কয়েকটি অবস্থায় থাকতে পারে।

সাধারন বুদ্বিতে যতই অবিশ্বাস্য লাগুক এখানেই কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সার্থকতা যে শেষ পর্যন্ত তাকে মেনে নিতে হয়। বিশ্ব জগতকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য কোয়ান্টাম মেকানিক্সের বিকল্প নেই। এ জন্যি পদার্থবিদরা অনেকে বলেন বিশ্ব আসলে একটি না, রয়েছে অনেকগুলো সম্ভাব্য বিশ্ব। পর্যবেক্ষন করার পর আসলে ঠিক হয় কোন বিশ্ব আসলে প্রাসাঙ্গিক। তার মানে হল, কোন এক বিশ্বে আপনি এই লেখাটা পড়ছেন আবার কোন এক বিশ্বে আপনি এই লেখাটা পড়লেন না, তা হলে আপনার কাছে কোনটি ঠিক মনে হবে? আপনার আশেপাশের পরিবেশ আপানার ওপর কোনটির প্রভাব জোড়াল তার ওপর নির্ভর করে আপনি বুজতে পারবেন আপনি আসলে এই লেখাটি পড়ছেন কি পড়েন নি।

এ যেন কোন বিজ্ঞান কল্পকাহিনীর গল্প। আমি একই সাথে অনেক পৃথিবীতে বাস করছি। কল্পই বা বলি কি ভাবে? তা হলে বলতে হয় জগতের তাবত বড় বড় বিজ্ঞানীরা কল্প জগতে বাস করে। সূত্রঃ Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।