আমাদের কথা খুঁজে নিন

   

বানভাসি মানুষের ক্ষুধা.....

ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে আন্দোলন

এমনিতেই ক্ষুধায় পাগল ক্ষুধার্ত মানুষেরা। তার সাথে "মরার উপর খরার ঘা" এর মত ঘরে বন্যার পানি। ভয়ংকর আকার ধারন করেছে ডায়রিয়া সহ নানান পানি বাহিত রোগ। তারপরও থেমে নেই বেচেঁ থাকার চেষ্টা আর ক্ষুধার জ্বালা। আমি জানি আমার একার ক্ষমতা নেই তাদের পাশে দাড়াঁনোর। তবে আমার বিশ্বাস, বাংলাদেশের বৃহত্তম এ ব্লগ সাইটের অনেকেরই ক্ষমতা আছে তাদের জন্য কিছু একটা করার। আর ব্যক্তিগত উদ্যোগে না পারলেও সামহোয়ারের অসংখ্য ব্লগার পারে কিছটা না হলেও তাদের সাহায্য করতে; সাধ্যের ভিতর সাময়িক ক্ষুধা নিবারন করেত। মানুষের এ বিপদের সময় মানবতার দায়বদ্ধতার কারনে আমাদের এখনই কিছু করার সময়। আমরা কি পারি না সামহোয়ারের পক্ষ থেকে এই কষ্টার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।