আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার চাই ! ! ! প্লিস ভাই কেউ স্বেচ্ছায় যোগাযোগ করেন।

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

আসলে ঘটনা হইলো, আমার একজন রাজাকার দরকার যে স্বীকার করবে বুক ফুলায়া যে আমি রাজাকার। আর আমার মনে হয় এই ব্লগে অনেক রাজাকার আছে। তো এদের মাঝে সাহসী যারা আছে তারা হয়তো আমাকে সাহায্য করতে পারবেন। এইবার শুনেন এত কিছু থাকতে আমার রাজাকার কেন দরকার? সামনের মাসে আমরা একটা পত্রিকা প্রকাশ করবো মুক্তিযুদ্ধের উপর ভিত্তি কইরা। ঐখানে আমরা একজন রাজাকারের সাক্ষাতকার রাখতে চাই।

যে কাজটা আগে কেউ করে নাই। তা আমরা করে একটা চমক দিতে চাই। তুলে ধরতে চাই দেশবাসীর কাছে রাজাকারদের ভাবনা। তারা দেশকে নিয়ে কি ভাবছে? এবং তাদের চিন্তা ভাবনা কি? এসবই আমাদের লক্ষ্য। পত্রিকার নাম "অবসরের গান"।

এইটার তৃতীয় সংখ্যা যেইটার কাজ করতেছি সেইটা হবে সম্পূর্ণ মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা অন্যরকম জার্নাল আশা করতেছি। আর দুই মাস পরে বের করবো এখনোও কাজ চলতেছে। আপনারা দোয়া করবেন। আমাদের পত্রিকার আগের দুইটা কপি কিছু দিনের মাঝে মূর্ছনা তে দেয়া হবে তখন আপনারা দেখতে পারবেন আশা করি সবার কাছে ভালো লাগবে। বাংলাদের বিশিষ্ট বুদ্ধিজীবি আবদুল্লাহ আবু সায়ীদ আমাদের উপদেষ্টা।

আর রাজাকার গন প্লিস আইসা পড়েন আপনার সাক্ষাতকার পত্রিকার চামে চামে আপনার ছবি সহ ছাপা হবে। লজ্জা কইরেন না আমার সাথে যোগা-যোগ করে যত তাড়াতাড়ি সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.