আমাদের কথা খুঁজে নিন

   

বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে পুনরায় সুজলা সুফলা বাংলাদেশে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।



বন্যার ফলে যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তা'য়ালা বিপদ আপদ মসিবত দিয়ে ঈমানের পরিক্ষা করেন। আমারা যারা বন্যায় আক্রান্ত তাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবং যারা ভালো আছি তাদের জন্যও কঠিন পরিক্ষা। তারা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি কিনা? তাই যার যতটুকু সাধ্য মতো বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে।

মহান আল্লাহ তা'য়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা এই মানুষের কল্যাণে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই এগিয়ে আসা প্রয়োজন। এই এগিয়ে আসার ইচ্ছাটাই বাস্তবে রূপায়িত হলে কোন বিপদই মোকাবিলা করা মোটেই কঠিন কাজ নয়। বন্যার পর সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

আমাদের ভালো থাকতে সাস্থ ও শিক্ষা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। এ সময় ডায়রিয়া আমাশায়ের মতো সংক্রামক রোগ ছড়াতে পারে। এসব সংক্রামক রোগ থেকে বাচতে হলে, আমাদের কে পরিস্কার পরিছন্নতার দিকে নজর দিতে হবে। খাবার স্যালাইন সংগ্রহে রাখতে হবে । এবং প্রয়োজনে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।

কোন রকম অবহেলা করা ঠিক হবেনা। এ সমস্ত বিষয়ে সকলকে সচেতন করতে হবে। আমরা একে অন্যের সম্মিলিত ভাবেই সুখ দুঃখ ভাগকরে নিয়ে আমাদের বাঁচতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এ সংকট কাটিয়ে উঠবো ইনশাল্লাহ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.