আমাদের কথা খুঁজে নিন

   

নেপালে বন্যায় সাতজনের প্রাণহানি

নেপালের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রামে বন্যায় আজ সাতজনের প্রাণহানি ঘটেছে। নদীর পানি ওই গ্রামে ঢুকে পড়ায় এ প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা বিমলরাজ কান্দেল জানান, রাতভর প্রবল বর্ষণে নদীর পানি বেড়ে রমেচাপ জেলার ওই গ্রামে ঢুকে পড়ে। এতে গ্রামের চারটি বাড়ি ভেসে যায়। এ সময় লোকজন ঘুমাচ্ছিল।

কান্দেল এএফপিকে বলেন, বন্যার পানির তোড়ে ছয়জন মারা যায়। একজন এখনো নিখোঁজ। বিমলরাজ কান্দেল আরো জানান, জেলার বিভিন্ন স্থানে ব্যাপক বন্যার কারণে ওই গ্রামে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, “বন্যার পানিতে মহাসড়কে একটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে আমাদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। ”গত ৫ আগস্ট একই জেলায় একটি উত্তাল নদী পার হওয়ার সময় ছয়জন হিন্দু তীর্থযাত্রীর প্রাণহানি ঘটে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।