আমাদের কথা খুঁজে নিন

   

কয়েদিদের অভিনয় শেখাচ্ছেন সঞ্জয় দত্ত

গভীর কিছু শেখার আছে ....

মুন্না ভাই খ্যাত মুম্বাই স্টার সঞ্জয় দত্ত এখন কারাগারে আছেন। তবে কারাগারে ইয়েরওয়াডা জেলে কয়েদিদের অভিনয় শেখাচ্ছেন মুন্না ভাই। তার সশ্রম কারাদন্ডে এটাই প্রথম শ্রম। তবে দন্ডিতের শ্রম যে সব সময় শারীরিক হবে তার কোনো মানে নেই। মানসিক শ্রমকেও কখনো কখনো গুরুত্ব দেন জেল কর্তৃপক্ষ।

জেলে অনেক ধরনের কাজ আছে। সবাইকে যে মালি, বা বেকারির কাজ করতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। জেল কর্তৃপক্ষ অনেক সময় হালকা শ্রমের কাজও দিয়ে থাকে। এই যেমন লেখাপড়া শেখানো কিংবা আবৃত্তি বা অভিনয় শেখানো। ছয় বছরের সশ্রম দন্ডে দন্ডিত সঞ্জয় দত্তকে আপাতত দুটি কাজ দেয়া হয়েছে।

ইয়েরওয়াডা জেলের কয়েদিরা প্রতি বছর ১৫ আগস্ট দেশাত্মবোধক নাটক মঞ্চস্থ করে। আর এখানে চরিত্র নির্বাচন, মহড়া দেয়া, পোশাক, আলো এসব বিষয়ে কাজ করে থাকে কোনো না কোনো বন্দি। বলা যায় নাটকের যাবতীয় কাজে সহায়তা করে জেলে বন্দি আগ্রহীরা। এবার যেহেতু জেলে আছেন মুন্না ভাই, তাই তার ওপর দেয়া হয়েছে নাটক নির্দেশনার ভার। স্বাভাবিকভাবেই অভিনেতা কয়েদিরা পুলকিত।

জীবনে এমন সুযোগ আসবে তারা স্বপ্নেও ভাবেনি। সঞ্জয় দত্তের কাছে তারা অভিনয় শিখবে, তার নির্দেশনায় নাটক করবেÑ এ তো কয়েক পুরুষের ভাগ্য। জেল কর্তৃপক্ষ থেকে জানা গেছে, সঞ্জয়ের পক্ষে কাজটা আনন্দের হলেও তাকে খুব পরিশ্রম করতে হবে। তিনি সেটা কতোটা পেরে উঠবেন এ ব্যাপারে সংশয় আছে। বিশেষ করে তার স্বাস্থ্য ভালো যাচ্ছে না।

অন্য কাজটি হলো কয়েদিদের গান্ধী দর্শন পড়াবেন সঞ্জয়। বইপত্র সরবরাহ করবে পুনের একটি গান্ধীবাদী সংস্থা। এগুলো সঞ্জয় নিজে পড়বেন এবং অন্যদের পড়াবেন। যেভাবে তিনি মুভি মুন্না ভাই এমবিবিএস-এ পড়িয়েছেন। পড়া শেষে বন্দিদের পরীক্ষা নেবেন ২ অক্টোবর।

এদিকে জেল কর্তৃপক্ষ সঞ্জয়কে ধূমপানের অনুমতি দিয়েছে বলে জানা গেছে। চেইন স্মোকার সঞ্জয় ধূমপান করতে না পেরে হাইপারটেনশনে অসুস্থ হয়ে পড়েন। এ কারণে জেল কর্তৃপক্ষ তাকে ধূমপানের অনুমতি দিয়েছে। কৃতজ্ঞতা স্বীকার : শরিফ রনি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.