আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যন্ডে ড্রাইভিং শেখা হাতি পালার সমান



ড্রাইভিং শেখা যে এতো ঝামেলার আগে বুঝিনি। দেশে কতজনইতো শেখে। এক আরেকজনকে শিখিয়ে দেয়। নাহ এখানে তা হয়না। দেশের লাইসেন্স এখানে কাজে আসেনা।

ড্রাইভিং শিখতে প্রথমে দরকার প্রভিশনাল ড্রাইভিং লাইসৈন্স। এটা একজন যে কোনো দেশের ভেলিট ভিসাসহ পাসপোটধারী পেতে পারে। ডিভিএলএ নামক সরকারী এজেন্সীতৈ এপয়েন্টমেন্ট নিয়ে ইন্টারভিউ দিয়ে সাথে নিদিষ্ট ফি দিয়ে চার সপ্তাহ পর প্রভিশনাল ড্রাইভিং লাইসৈন্স কাড পাওয়া যায়। এই কাড পাওয়ার পর দিতে হবে থিওরি টেষ্ট। থিওরি টেষ্টের প্রস্তুতির জন্য বাজারে অনেক বই পাওয়া যায়।

দুই ভাগৈ বিভক্ত এই টেষ্ট। ১.মাল্টিপল চয়েস। ৩৫টা প্রশ্ন থাকবে ৩০টা সঠিক হতে হবে। ২.হেজাড পারসেপশান। ৭৫ নম্বরের মধ্যে ৪৪ পৈতে হবে।

বাজারের বই গুলো এই টেষ্টের জন্য অনেক সহায়ক। ডিএসএ নামক সংস্থায় ফোন করে পরীক্ষার ডেট নিতে হয়। এর জন্য নিদিষ্ট ফি ও দিতে হয়। রেজাল্ট সাথৈ সাথেই পাওয়া যায়। এরপর প্রেক্টিকাল পরীক্ষার পালা।

থিওরী টেষ্ট এ পাশ করলেই প্রেক্টিকাল পরীক্ষা দিতে পারে। প্রেক্টিকাল পরীক্ষার প্রস্তুতির জন্য একজন ভাল লাইসেন্সধারী ইনস্ট্রাক্টরের কাছে লেসন নিতে হয়। েলসন নেয়ার অথ হাতে কলমে ড্রাইভিং শিখা। মিনিমাম ৪০ ঘন্টা লেসন নিতে হয়। যতক্ষণ না ইনস্ট্রাক্টর আপনাকে পরীক্ষার উপযোগী মনে না করবৈন ততদিন পযন্ত পরীক্ষা দিতে পারবেননা।

এই প্রেক্টিকাল পরীক্ষা একবারে অনেকেই পাশ করতে পারৈনা। এইবার হিসাব করুণ ইংল্যন্ডে ড্রাইভিং শিখতে কত খরচ হয়। প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সএর জন্যঃ ৪৫ পাউন্ড থিওরী টেষ্ট এর জন্যঃ ২২ পাউন্ড প্রেক্টিকাল টেষ্ট এর জন্যঃ ৪০ পাউন্ড প্রেক্টিকাল লেসন নিতে (পার ঘন্টা মিনিমাম ২২ পাউন্ড) ৪০ ঘন্টার জন্যঃ ৮৮০ পাউন্ড। ১পাউন্ড =১৩৫টাকা। আপনার হিসাব করতে থাকেন.............................


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.