আমাদের কথা খুঁজে নিন

   

অপদার্থকে পদার্থে রুপান্তর

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

: কি তোমার বাবাকে বলেছ আমাদের কথা ? : কিছু বলছনা যে, চুপ করে না থেকে কিছু বল, বলেছ নাকি বলনি - বলেছি ! : সত্যি বলছ, তা হবু আব্বা হুজুর কি একসেপ্ট করলেন ? - এত্ত সোজা - এমনিতেই বাবা যে রকম, তাতে কোন কিছুই পরখ না করে একসেপ্ট করবেন না : তার মানে, তিনি কি না করে দিয়েছেন .. - না -ও করেনি আবার হ্যা-ও করেনি : এটা আবার কেমন কথা ! তিনি কি কিছু বলেছেন ? না, তিনি না করে দিয়েছেন - “তোমাকে আমি কোন অপদার্থের হাতে তুলে দিতে পারিনা, তুমি এক কাজ কর ওই অপদার্থকে আমার কাছে নিয়ে এস, আমি আগে ওকে পদার্থ বানিয়ে নেই তারপর দেখা যাবে” - এই হল বাবার কথা : তার মানে তোমার বাবার রাসায়নিক বিক্রিয়ার উপাদান হতে হবে? - যদি পেতে চাও তবে তাই হতে হবে। : তোমার জন্য আমি অপদার্থও হতে পারি আবার পদার্থও হতে পারি। উল্লেখ্য মেয়েটির বাবা একজন ফার্মাসিষ্ট এবং বাক্যগুলো অতীব সত্য ঘটনা থেকে নেওয়া।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।