আমাদের কথা খুঁজে নিন

   

অনিকেত প্রান্তরে ভেসে বেড়াই

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

ঘুম ঘুম ভাব, অনেক কাজ বাকি শুয়ে বসে শুধু ভেবে যাই কত্তো জমানো কাজ! দিচ্ছি ফাঁকি করবো করবো বলে তাই গড়ি পাহাড়, পাদদেশে বসে থাকি পাইনা চূঁড়া, তবু তাকাই সময় বলে, পাগল! করেছিস একী! ব্যস্ত সময়ের পাশ কাটাই ভুলের সাগরে ডুবি, ভুলচিত্র আঁকি ভুল জীবনের ছাই উড়াই। পবিত্র বিশুদ্ধ নির্মলের নাম ডাকি শুদ্ধির খুঁজে তাই হারাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।