আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহি গ্রুপ বৈঠক করছে

আমি কাক নই, আমি মানুষ...

দারফুরের বিভিন্ন সশস্ত্র বিদ্রোহি গ্রুপ একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের লক্ষ্যে বৈঠক শুরু করেছে। জাতিসংঘ ওই অঞ্চলে ক্রমবর্ধমানভাবে শান্তিরক্ষা মিশন চালুর অনুমোদন দেয়ার পর গ্রুপগুলো এ পদক্ষেপ নিচ্ছে। আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘের তত্ত্ববধানে তানজানিয়ার আরুশায় এই গ্রুপগুলো বৈঠক করছে। সুদান সরকারের সঙ্গে শান্তি আলোচনার লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে এই বৈঠক করছেন তারা। সুদানে জাতিসংঘ দূত সালিম আহমাদ বলেছেন,আমাদের লক্ষ্য হচ্ছে একটি একক অবস্থান গড়ে তোলা।

খার্তুম সরকার এবং সাত,আট কিংবা নয়টি বিদ্রোহিগ্রুপের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করা সম্ভব নয়। সুদানে জাতিসংঘের বিশেষ দূত জান এলিসন বলেছেন, নিরাপত্তা পরিষদ মঙ্গলবার দারফুরে ২৬ হাজার শান্তিরক্ষী পাঠানোরযে সিদ্ধান্ত নিয়েছে তাতে অর্থায়ন করার কাজটি খুবই কঠিন। তিনি বলেন,রাজনৈতিক ঐক্যফ্রন্ট গড়ার ক্ষেত্রে কোন অগ্রগতি না হলে শিবিরগুলোতে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে বলে আমি শঙ্কিত হয়ে পড়ছি। তিনি বলেন,সব শান্তি রক্ষি মোতায়েন করতে বেশ সময় লাগবে। এ মুহুর্তে রাজনৈতিক প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.