আমাদের কথা খুঁজে নিন

   

এবারের বিপিএল আর পাকি-উইন্ডিজদের নয়, এবার বাংলাদেশের বিপিএল এ বাংলাদেশীদের সাফল্য দেখবে বিশ্ব

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই এবারের বিপিএল আর পাকি-উইন্ডিজদের নয়, এবার বাংলাদেশের বিপিএল এ বাংলাদেশীদের সাফল্য দেখবে বিশ্ব। আশরাফুল, নাসির, রিয়াদ, সাকিব,তামিম এর সাথে সাথে উঠতি ক্রিকেটার শামসুর রহমান, সাব্বির রুম্মানদের দুর্দান্ত ব্যাটিং আমাদের সেই স্বপ্নই দেখাচ্ছে আর নাইম (জুনিয়র),মোশারফদের বোলিং বলছে আসছি।নিজেকে হারিয়ে পুরোনে রুপে ফিরে আশা আশরাফুল, ডলার মাহমুদ আমাদের অতিরিক্ত পাওয়া। বিপিএল এ ক্রিকেটার না দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা পুরা জাতিকে যে চ্যালেন্জ্ঞ দিয়েছিল সেই চ্যালেন্জ্ঞ কে আমরা দর্শকরা গুরুত্ব দিই নি। তাই মাঠে দর্শকের জন্য হাহাকার। জানি, অনেকে বলবেন, টিকেটের দাম বেশি! হা, শুধু জাতীয় স্বার্থের বেলায় আমরা বারবার পকেট চেক করি। শাহরুখ খানের নাচ দেখতে, সুনিধি চৌহানের গান শুনতে, রানী মুখার্জীর নগ্ন দেহের পরশ নিতে যখন আমরা কয়েক হাজার টাকা খরচ করে টিকেট কাটি তখন তো পকেট চেক করি না! পাকিদের চ্যালেন্জ্ঞকে আমরা গুরুত্ব না দিলে ও আমাদের ক্রিকেটাররা ঠিকই গুরুত্বের সংগেই নিয়েছেন। মাঠে আশরাফুল, সাকিব, নাসির,রিয়াদ, , রাজ্জাক, শামসুর শুভ, সাব্বির রুম্মানদের পারফরম্যান্স কিন্তু তাই বলে। বাংলার টাইগারদের এগিয়ে চল আমরা আছি তোমাদের পাশে। (ভূলবেন না গত বিপিএল কিন্তু আনামুল,সোহাগ গাজী, আবুল হাসান,মমিনুলদের তুলে আনতে সহায়তা করেছিল)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.