আমাদের কথা খুঁজে নিন

   

।।ওরে দুনিয়ার নিপিড়িত জনতা।।(মে দিবস স্মরণে কবিতা)

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!!দুনিয়ার মজদুর এক হও,হাতে হাতে অস্ত্র তুলে লও। রাজাকার ও মীরজাফর মুক্ত বাংলা চাই,সব মানুষের সমান অধিকার চাই। । ওরে দুনিয়ার নিপিড়িত জনতা আজ হাতে ধর বিপ্লবের পতাকা। অকপটে বলে যা মনের কথা সামনে যতই থাক বিভীষিকা!! আর নয় কান্না,নয় হাহাকার হাতে ধর তরবারি-হাতুড়ি।

তরী ভাসা,পাড়ি দে পারাবার। আদায় কর ন্যায্য মজুরি। ওরে দুনিয়ার নিপিড়িত জনতা বিপ্লব ছাড়া আসবে না মুক্তি! আজ ব্যর্থ জীবনের সব কবিতা আজ দেখিয়ে দে তোদের শক্তি!! আর নেই সময়:দূর কর ভয় হাতে ধর শাণিত অস্ত্র। আসবে কাঙ্খিত বিজয় সবাই তোদের শত্রু। কেউ নয় তোদের দস্ত!! আজ ছিনিয়ে নে অধিকার সব শোষক কে দে হুংকার।

আজ তোরা জানিয়ে দে তোরা নয় কারো চাটুকার!! ওরে দুনিয়ার নিপিড়িত জনতা আর কত ঝরাবি রক্ত-ঘাম? তোরাও তো ধনীদের মত মানুষ তোদেরও তো আছে দাম!! ওরে দুনিয়ার নিপিড়িত জনতা তোরা নয় কারো কেনা দাস। তোরা বজ্রকণ্ঠে জানিয়ে দে আমরাও দিতে পারি বাঁশ!!! ওরে দুনিয়ার নিপিড়িত জনতা আজ শুধু একটাই গান। আর নয় কারো অপমান!! দুনিয়ার মজদুর এক হও হাতে হাতে অস্ত্র তুলে লও, কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না!!! আমরা দুনিয়ার নিপিড়িত জনতা আমরা চাই সব মানুষের সমতা। । [উৎসর্গ:দুনিয়ার সব নিপিড়িত মজদুরদের] :অনেক কষ্টে সামুতে ঢুকলাম।

নেটওয়ার্ক সমস্যার কারণে হয়ত কারো মন্তব্যের উত্তর দিতে পারব না!!! তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি!!!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।