আমাদের কথা খুঁজে নিন

   

সদৃশে গরিলা ভ্রম হয়

আঙিনায় পেঁচার ডাক...

মজা লাগছে খুব। - আজকাল আমাদের তথাকথিত সামহয়ার নামক জনপ্রিয় ব্লগে কি কি জানি ঘটছে। রাসেল বলে এক ভদ্রলোক এখানে অনেকদিন থেকে লেখেন। বলতে মানা নেই যে এই ব্লগে আমার যাদের লেখা অতিমাত্রায় ভাল লাগে, রাসেল তাদের একজন। সম্প্রতি তার একটা লেখা নিয়ে আলোচনা হচ্ছে দেখে ঢু দিয়ে দেখি অবস্থা অতি বেগতিক।

তারও আগে অমি রহমান পিয়ালকে নিয়ে ঘটেছে আরেক কান্ড। তারও আগে মাসকাওয়াত আহসানের লেখা নিয়েও দেখলাম পিপড়েরা একজোট। হোসেনের বেলায়ও তাই। ঘটনা ঠিক বুঝলামনা। এরা প্রত্যেকে সুলেখক, মুক্তিযুদ্ধের চেতানার ধারক এবং প্রগতিশীল চিন্তার ছাপ তাদের লেখায় পাওয়া যায়।

এই মানুষগুলো কিছু সংখ্যক শুয়োরের বাচ্চা আক্রমন করে কথা বলে। আর আমার হুমায়ুন আজাদের কথা মনে পরে। হোসেন, পিয়াল, মাসকাওয়াত আর রাসেল, সাবধান। আবারও রাজাকারেরা আঘাত করতে পারে ভাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.