আমাদের কথা খুঁজে নিন

   

দেশি মুভিতে অশ্লীলতার সংজ্ঞা নির্ধারণ প্রয়োজন

গভীর কিছু শেখার আছে ....

দেশি মুভিতে অশ্লীলতা চলছে বলে হরদম বিভিন্ন পত্রিকা ও সেমিনারে বলা হলেও মুভিতে অশ্লীলতার প্রকোপ কিন্তু এতোটুকুও কমেনি। এর প্রধান কারণ হিসেবে গুটিকয়েক প্রযোজক-পরিচালকের অসুস্থ মানসিকতা ও বিভিন্ন হল ইন্সপেক্টরদের গাফিলতিকে উল্লেখ করা যেতে পারে। তবে যে বিষয়টি উল্লেখ না করলেই নয় তা হলো অশ্লীলতার কোনো নির্দিষ্ট সংজ্ঞায়ন এখনো দাড় করানো সম্ভব হয়নি বলেই পরিচালক-প্রযোজকরা এসব মুভি নির্মাণে উদ্যোগী হচ্ছেন। তাদের বলা হচ্ছে না যে কোনো কোনো বিষয়গুলোকে পরিমার্জন করলে মুভিতে অশ্লীলতা নেই বলা যাবে। এক্ষেত্রে একটি গাইড লাইনের প্রয়োজন আছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

একটি মুভিতে অশ্লীলতা বিভিন্নভাবে প্রদর্শিত হতে পারে। যেমন মুভির গানের অশ্লীল দৃশ্যায়নে, মাত্রাতিরিক্ত ও বাজেভাবে মুভির কাহিনীর সঙ্গে সঙ্গতি না রেখে ধর্ষণের দৃশ্য, এমনকি বাজে ভাষার (যেগুলোকে আমাদের দেশে খারাপ গালি হিসেবে ধরা হয়) ব্যবহারও মুভিকে অশ্লীলতার আওতায় নিয়ে আসতে পারে। নায়ক-নায়িকাদের পোশাকের ক্ষেত্রেও ড্রেস কোড চালু করা যেতে পারে। মুভিতে প্রকাশ্য রাজপথে দিনে-দুপুরে কোনো নায়িকা যদি সুইমিং কস্টিউম টাইপ ড্রেস পরে হেটে যায় তখন স্বাভাবিকভাবেই একে অশ্লীলতার আওতায় ফেলা যেতে পারে। অন্যদিকে একই দৃশ্য যদি সাগরপাড়ে বা সুইমিংপুলে হয় তখন বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখেই এবং মুভির কাহিনীর সঙ্গে তা যদি সঙ্গতিপূর্ণ হয় তবে তা এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে।

একই পোশাকে ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন উপস্থাপনার ফলে অশ্লীলতার পুরো কনসেপ্টটিই যে পরিবর্তিত হয়ে যাচ্ছে, তার জন্যই প্রয়োজন ড্রেস কোড। আবার মুভির গানের কথা একরকম কিন্তু নাচানাচি দেখলে যখন পরিষ্কারভাবে বোঝা যায়, এটি দর্শকদেরকে অশ্লীল দৃশ্যেরই অনুভূতি দিচ্ছে বা তাদেরকে যৌন সুড়সুড়ি দিচ্ছে তখন গানটি যে অশ্লীলতায় আক্রান্ত তা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়া বারবার ধর্ষণের দৃশ্য দেখানো ও ধর্ষণের সময় মেয়েটির গায়ের কাপড় খুলে ফেলা বা ছিড়ে ফেলার দৃশ্যটি বেশি সময় ধরে দেখানোটিও অশ্লীলতার আওতায় পড়ে। এরকম আরো কিছু বিষয়কে একীভূত করে সেন্সর বোর্ডের উচিত একটি গাইডলাইন তৈরি করে অশ্লীলতার সংজ্ঞা নির্ধারণ করে দেয়া। তাহলে দেশি মুভিতে অশ্লীলতার মাত্রা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।