আমাদের কথা খুঁজে নিন

   

হে মানবী

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

হে মানবী, তোমার ছবি, আঁকছি বসে ঘরের কোণে; হঠাত্ দেখি, তাকিয়ে একি! সেই চেনা মুখ তুলির টানে। প্রতি রাতে, কাঁচা হাতে, লিখতো যে সে প্রেমের চিঠি; অল্প কথায়, মর্ম ব্যথায়, ভিজতো যে তার আঁখি দুটি। দূর প্রবাসী, মন উদাসী, কাছে পাবার ব্যকুল আশায়; রাত কাটেনা, ঘুম আসেনা, মন কাঁদে তার ভালবাসায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।