আমাদের কথা খুঁজে নিন

   

সামহ্যোয়ারের শুভ ভবিষ্যতের জন্য

একজন আমি, একজন হারিয়ে যাওয়া এবং একজন দূর প্রবাসী

সামহ্যোয়ারে এসেছিলাম এখানকার পোস্ট গুলো সুনাম শুনে। অনেক দিন থেকেই আশার ইচ্ছা ছিল। এরপর যখন জেবতিক ভাইয়ের পোস্টটা দেখলাম তখন আর স্থির থাকতে পারিনি। কিছুদিন পরই এখানে রেজিস্টার করে সদস্য হয়েছিলাম। এরপর আবার চটগ্রামের ঘটনায় সামহ্যোয়ারের তৎপরতা এবং কাজকর্ম দেখে ইহার সাথে সংযুক্ত থাকতে পেরে নিজেকে গর্বিতই মনে হয়েছে।

কিন্তু আমার কাছে কেন জানি সামহ্যোয়ারের আকর্ষণ ধীরে ধীরে কমে যাচ্ছে। এর কতিপয় কারণ গুলো হলঃ ১. টপ রেটেড পোস্ট গুলো সত্যিই কেমন জানি। একটা দুটি ছাড়া বাকি সবগুলোই বাজে। মানবী-র আমরা অন্ধ হবে কেন! একটি প্রশংসা যোগ্য পোস্ট। আর একরামুল হক এর তাজউদ্দীন আহমেদ সম্পর্কিত পোস্টটিও এক কথায় অসাধারণ।

বাকী পোস্ট গুলো দেখলেই তো বাজে লাগে। এগুলো যদি কোনো সাইটের টপ রেটেড পোস্ট হয়ে থাকে তাহলে নতুন কেউ তো এখানে রেজিস্টারই করতে চাইবে না। ২.সম্প্রতি আরেকটি নতুন দিক লক্ষ্য করলাম। ব্যান চাই ব্যান চাই খেলা। পান থেকে চুন খসলেই এখন ব্যান চেয়ে পোস্ট দেয়া হয়।

আর এই সকল পোস্ট এর ক্ষেত্রে যা দেখা যায়, এক পার্টি ব্যানের পক্ষে আরেক পার্টি ব্যানের বিপক্ষে দাঁড়িয়ে পড়ে। আর এর মাঝে পড়ে আমাদের মত সাধারণ পাবলিক আর পথে খুজে পায় না। কখন দেখা যায় রাগ ইমনের ব্যান চেয়ে পোস্ট, কখন ত্রিভুজের ব্যান চেয়ে পোস্ট আবার কখনও আমি রহমানের ব্যান চেয়ে পোস্ট। ব্যান চাওয়া যেন শখে পরিনত হয়েছে। আর এই ফাঁকে কিছু সুন্দর সুন্দর পোস্ট মানুষের চোখ কে পাশ কাঁটিয়ে চলে যায়।

৩.আর সবচেয়ে বাজে বিষয় হল পোস্টের কমেন্ট। মাঝে মাঝে এমন সব কমেন্ট করা হয়ে থাকে যে লেখকের মন খারাপ হয়ে যায়। অন্তত আমার ক্ষেত্রে তাই হয়েছে। বোন নিয়ে কমেন্ট করার তো কোনো মানেই হয় না। ৪.আরেকটা প্রবনতা হল ব্যান খেলেই নতুন কোনো আইডি নিয়ে আবার সেই একই গহির্ত কাজ করে চলা।

আমরা যারা নতুন সদস্য তাদের পক্ষ থেকে বলতে চাই, সুন্দর পোস্ট করতে সবাইকে অনুপ্রানিত করতে। এখানে আমরা কেউ কারো সাথে শত্রুতা তৈরি করতে আসিনি। আমরা অনেকেই এসেছি কিছু সুন্দর সুন্দর বিষয় সম্পর্কে পড়ার জন্য। এই রামছাগল দুম্বার লড়াই আমরা চাই না। আমরা চাই জেবতিক ভাইয়ের সেই পোস্ট এর মত পোস্ট।

আমরা চাই মানবীর মত আরো অনেকেই যেন এতো ভালো পোস্ট করে আমাদের সামনে সম্ভাবনার নতুন জগত-এর দ্বার খুলে দেয়। আমরা যা জানি না তা জানতে চাই। আমার মতে সামহ্যোয়ারের ভবিষ্যতের কথা চিন্তা করেই আমাদেরকে এখনই এই সকল ধবংসাত্মক কাজ থেকে বিরত থাকা। এখানে উপযুক্ত কর্তৃপক্ষ আছে। তাদের কে কোনো সমস্যার কথা জানালে তারা অবশ্যই পদক্ষেপে নিবে।

কিন্তু তাই বলে তাদের উপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়া আমাদের উচিত হবে না। বাজে মন্তব্য করে আমরা নিজেদেরকে কেন অন্যের কাছে খাটো করবো? পরিশেষেঃ আমি বলতে গেলে নতুন সদস্য। তাও আশা করি , সামহ্যোয়ার এর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা আবার সঠিক পথে ফিরে আসবো


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.