আমাদের কথা খুঁজে নিন

   

কালকে প্রাচ্যনাটের মুনতাসির দেখতে যাবো?

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

মুনতাসির নাটকটা ইউনিভার্সিটিতে থাকতে পড়ছিলাম। মঞ্চে কখোনো দেখি নাই। এক পুরানা বন্ধু দাওয়াত দিল কালকে নাকি নাটকের একটা শো হবে। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে।

সন্ধ্যা সাতটায়। যেতে পারি, কিন্তু কেন যাবো? প্রাচ্যনাটের নাটকগুলো ভাল হয়। এটাও হয়তো ভাল হবে। নাটকটা লিখছেন সেলিম আল দীন। নির্দেশনা দিয়েছেন হিরা চৌধুরী।

প্রাচ্যনাটের স্টুডেন্টরা অভিনয় করবে। অন্য কাজগুলোও তাদের। জানি না যেতে পারবো কি না। সন্ধ্যার আগে অফিস থেকে বের হতে মন সায় দেয় না। অপিস থেকে বেরুতে পারলেই হলো।

চলে যাবো। শাহবাগ। দেখি কী হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।