আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ১

“I think therefore I am” Frane Selak ( জন্ম ১৯২৯) একটি ক্রোয়েশীয় সঙ্গীত শিক্ষক যিনি পৃথিবী বিখ্যাত শুধুমাত্র মারাত্মক প্রাণঘাতী দুর্ঘটনা থেকে অনেক বার বেঁচে ফিরে এসেছেন এইজন্য। একটি লাইনচ্যুত ট্রেন, একটি দরজাহীণ প্লেন থেকে পতন, একটি বাস ক্র্যাশ, আগুনে ভস্মিভুত গাড়ি, এবং অন্য আরও ২টি গাড়ী দুর্ঘটনা থেকে আকস্মিক ভাবে বেঁচে যাওয়া মানুষ এই ফ্রেন সিলাক। তারপর আবার ২০০৩ সালে ১লক্ষ ডলার এর লটারি জয়ী তিনি। জানুয়ারী, ১৯৬২ সালে, Selak ট্রেনে করে যাচ্ছিলেন Sarajevo থেকে Dubrovnik। পথিমধ্যে হঠাৎ ট্রেন লাইনচ্যুত হল এবং বরফ ঢাকা একটি হীমায়ীত নদীর মধ্যে পড়ে যায়।

১৭ জন যাত্রী মারা যায় কিন্তু Selak বেঁচে যান, তার শুধু মাত্র একটি হাত ভেঙ্গে যাওয়া আর হাল্কা কিছু কাটাছেড়া ছাড়া আর কিছুই হয়নি। পরের বছর ১৯৬৩, তিনি যাচ্ছিলেন Zagreb থেকে Rijeka প্লেনে করে, কিন্তু হঠাত করে প্লেনের দরজাটা ঊড়ে যাওয়াতে ২০ জন যাত্রী বাইরে ছিটকে পড়েন তাদের মধ্যে সেলাক ও একজন। আশ্চঅর্য জনক ভাবে তিনি ছাড়া আর ১৯ জন যাত্রীর সবাই মারা যান। আর তিনি বহাল তবিয়তে আকাশ থেকে সরাসরী একটি খড়ের গাদার উপর ল্যান্ড করেন। ১৯৬৬ সালে তিনি একটি মাইক্রোবাস ভ্রমনের সময়, ত্রুটিযুক্ত জ্বালানীর কারনে বাসটি বিকল হয়ে একটি পার্শবতী নদীর মধ্যে পড়ে, বাসের ৪ যন যাত্রী মারা গেলেও তিনি অক্ষত অবস্থায় বাস থেকে বের হয়ে বেঁচে ফিরে আসেন ।

১৯৭০ সালে, তার গাড়িতে আগুন লাগে এবং তিনি বেঁচে ফরে আসেন। ১০৭৩ সালে, Selak এর একটি পেট্রল্পাম্পের তেল নেবার সময় পাম্পের বিষ্ফোরনে তার গাড়িতেও আগুন ধরে যায়, শুধু মাত্র বেশিরভাগ চুল পূড়ে যাওয়া ছাড়া তার আর কোন ক্ষতি হয়ি । ১৯৯৫ সালে একটি সিটি বাস তাকে সরাসরি ধাক্কা দেয় কিন্তু এবারো হাল্কা কিছু ইঞ্জুরি নিয়ে তিনি বেঁচে ফিরে আসেন। . ১৯৯৬ সালে উচু পাহাড়ি এক রাস্তায় গাড়ি চলানোর সময় তিনি গাড়িসহ পার্শবর্তী ৪০০ ফুট গভীর খাদে পড়ে যান কিন্তু এবারো তিনি গাড়ী থেকে ছিটকে একটি গাছের ্মগডালের উপড় পড়েন, আর তার গাড়িটি ৪০০ ফুট খাদের নিচে পড়ে চূর্ন হয়ে যায়। আর গত ২০০৩ সালে তিনি ক্রোয়েশীয় একটি লটারিতে ১ লক্ষ ডলার জয়ী হন, এবং তিনি বলেন যে, "আমি জানি ঈশ্বর এই সকল বছর ধরে আমার সাথে ছিল এবং আমাকে দেখছেন" এবং Doritos কমার্শিয়াল এর অস্ট্রেলিয়া বিমান ভ্রমনের একটি প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেন এবং বলেন , "আমি আর আমার ভাগ্য পরীক্ষা করতে চাইনা"।

তাকে যখন প্রশ্ন করা হয়, তখন তিনি উত্তরে সাংবাদিক দের বলেন, যে আমি হয় পৃথিবীর unluckiest মানুষ, অথবা luckiest মানুষ। যদিও তুনি নিজেকে luckiest ভাবতেই বেশী সাচ্ছন্দ্য বোধ করেন। বিশ্বের শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষেরা - পর্ব ২ তথ্যসূত্রঃ ইন্টারনেট  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.