আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার আপনার সাথে মজা করছে ? না কি আপনিই কম্পিউটারের সাথে মজা করছেন ?

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

কিছু কিছু সময় কম্পিউটারের কিছু ব্যবহারে বিরক্তি হওয়াটাই স্বাাভাবিক ! এই যেমন কাজ করতে করতে হঠাৎ হ্যাং হওয়া, এরর ম্যাসেজ দেখানো, অটো রিস্টার্ট হওয়া ইত্যাদি। এসব বিষয়গুলিকে বাদ দিয়েও কিছু কিছু ব্যপার থাকে তখন বিরক্তি নয় একপ্রকার আশ্চর্যই হতে হয়, যেমন ধরুন নোটপ্যাডে একটি টেক্সট লিখে সেভ দিলেন কিন্ত পরক্ষনে নোটপ্যাডটি খুলে দেখলেন সেই লেখা টেক্সট তো পুরা উধাও উপরন্তু টেক্সেট-এর বদলে অন্য কিছু রয়েছে। ভাবতেই পারেন আপনি ভূল করছেন কিনা না কম্পিউটারই আপনার সাথে মজা করছে? বিষয় যাই হোক দেখা যাক কে মজা করছে আর কে মজা পাচ্ছে ........... প্রথমে একটি নতুন নোটপ্যাড তৈরী করুন, তারপর সেখানে ইংরেজীতে “bush had the facts” এই টেক্সক-টি টাইপ করুন। এবার নোটপ্যাডটি সেভ করে নোটপ্যাড থেকে বেরিয়ে আসুন। দ্বিতীয় পর্যায়ে এবার নোটপ্যাডটি খুলুন, কি দেখতে পাচ্ছেন ? উত্তরটা আমি আর নাই বা দিলাম ! আপনারাই দেখে নিন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.