আমাদের কথা খুঁজে নিন

   

বিশাল জলরাশির মধ্যে এক সিটি, যার নাম ঢাকা

দুঃখটাকে দিলাম ছুটি, আসবে না ফিরে

এক ধরনের কনটিনিউয়াস রিদমের মধ্যে আটকে আছি বহুক্ষণ ধরে, কখনও ঝুপ ঝুপ, কখনও সাট সাট, কখনও পিপ পিপ সাথে সোঁ সোঁ শব্দ। থামাথামি নেই, কখন থামবে তারও কোন খবর নেই। সকাল থেকেই কম্পিউটারের সামনে বসে আছি। হঠাৎ করে বাইরে চোখ গেল। যতদুর চোখ যাই, মাটি তালাশ করার চেস্টা করলাম।

দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে এল। বাসাটা একটা অথই জলরাশির উপর যেন ভেসে আছে। বাসা থেকে দূরে ময়লা ফেলার একটা ডিপো দেখতে পেলাম। যেখান দিয়ে আসতে যেতে নাকে হাত দেয়ার প্রয়োজন অনুভূত হত, আজ একেবারেই অন্য রকম দৃশ্য! ঠিকই কেবল নিজের কাপড় বাঁচিয়ে লোকজন দিব্বি হেঁটে যাচ্ছে। বাসার পাশে ছোট্ট একটা ফাঁকা জায়গা আছে।

গতকাল কিছু ইয়ংস্টাররা (youngster) ফুটবল খেলছিল। দেখেছিলাম, তারা প্লান করছিল প্রতিদিন কখন খেলবে এখানে, আজ সেখানে কমসে কম হাঁটুর (একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির) উপরে পানি। বোধহয়, প্রকৃতি তাদের প্লান জেনে গিয়েছিল। তাই সেও খেলতে শুরু করেছে তাদের সাথে। নিচের দোকানগুলো প্রায় ডুবুডুবু অবস্থা, রিকশার চাকার অর্ধেক দেখা যাচ্ছে না।

মানুষগুলো চলছে যবুথবু হয়ে, একটা ছাতাতে কাজ হচ্ছে না। যাদের বাইরে যেতে হচ্ছে না, ঘরে বসে আছেন তারা কিন্তু মজা লুটতেছেন ঠিকই। আরামের ঘুমে যেন মহা আরামের সমারোহ। আমার পাশেই একজন ঘুমিয়ে আছেন, অবশ্যই কাঁথা মুড়ি দিয়ে। ইস! এ সময় যদি কেউ একজন পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখিয়ে দিত!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.