আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভাবতাম বাঙ্গালীরাই সবচে বিশৃঙ্খল!

আমি দেশকে ভালবাসি,তুমি যদি দেশকে ভালবাসো তোমাকেও ভালবাসি। আমার ধারণা ছিল আমরা বাঙ্গালীরা সবচে অস্থির,বিশৃঙ্খল,হুলস্থুলকারী। কিন্তু আমার ধারণা পুরোপুরিই ভুল প্রমাণ করল আফ্রিকানরা। তাদের বিশৃঙ্খলা,হৈচৈ,হুলস্থুল এর কাছে আমদের বিশৃঙ্খলা কিছুই না। গত এক বছর খুব কাছ থেকে দেখলাম,১৭০ টিরও বেশী দেশের ছাত্র এখানে পড়াশুনা করছে,কত দেশের কত রঙের কত ভাষার মানুষ!এদের মাঝে আফ্রিকার যে দেশগুলো যেমন,জাম্বিয়া,ঘানা,নাইজেরিয়া,চাঁদ,জিম্বাবুয়ে,ইথিওপিয়া,ইরিথ্রিয়া ইত্যাদি অঞ্চলের অধিকাংশ মানুষ স্থান-কাল-পাত্র বিবেচনা করে খুব কম।

ওদের দুজন স্বাভাবিক কথা বলছে,দেখে মনে হবে ঝগড়ায় লিপ্ত! কয়েকজন একসাথে গল্প করছে,তাহলে সাড়ছে -ছোটখাটো একটা যুদ্ধক্ষেত্র মনে হবে আপনার কাছে! কোথাও লাইন ধরে কিছু করতে হবে, যেমন-ক্যন্টিনে বা গাড়িতে উঠতে,এক্ষেত্রে তাদের আচরণে মনে হয়-পৃথিবীর সবচে অস্বস্তিকর ও বিরক্তিকর কাজ এটি!একটু সুযোগ পেলেই লাঈন-টাইন ভেঙ্গে মহা হুলস্থুল কাণ্ড ঘটাবে যেন এটাই জীবনের শেষ সুযোগ। চারপাশে কী হল,কে পড়ল,কার ক্ষতি হল কিছুই দেখবে না। এ সকল রুচিবোধশূন্য আচরণ দেখে তাদের তুলনায় বাঙ্গালীদেরকে নেহায়েত নিরীহ ও যথেষ্ট ভদ্র ও সভ্য মনে হয়েছে। তাই একজন বাঙ্গালী হিসেবে নিজেকে সুখী লাগছে। কিন্তু একটা দিকে তারা আমাদের চেয়ে এগিয়ে,উদার মানসিকতা।

কালো এই লোকগুলোর মন অনেক ভালো। বাহিরের আচরণটা ততটা সুশোভিত না হলেও ভিতরটা অনেক শুভ্র। হায় মনের সংকীর্নতা থেকে কবে যে আমরা মুক্ত হতে পারব! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।