আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের প্রেসিডেন্ট অফিস এখন সিঙ্গাপুরে !



বাংলাদেশের প্রেসিডেন্ট অফিস এখন সিঙ্গাপুরে । সংবিধানের ৫৪ ধারা মতে, “রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন। তবে স্পীকারের ওপর রাষ্ট্রপতি দায়িত্বভার অর্পণ করেননি । স্পীকার জামির উদ্দিন সরকার গতকাল রবিবার রাতে র্বাতা সংস্হা ইউএনবি-কে জানান তিনি এব্যারে কোন আদেশ পাননি। তবে তিনি জানান, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে প্রেসিডেন্ট বিদেশে দায়িত্ব পালন করতে পারে। এটা সংবিধান লঙঘন নয় বলেও তিনি মত দেন ! কিন্তু সংবিধােন আধুনিক তথ্য প্রযুক্তির কোন ধারা রয়েছে কি ? সংবিধান কি কোন ধমীয় ব্যাখ্যার মত যে কোরআন-হাদিসে কোন ব্যাখ্যা পাওয়া না গেলে আলেম-ওলেমারা ব্যাখ্যা দেবেন ? আমার মনে হয় বর্তমান সরকার জমির উদ্দিনের ওপর ভরসা করতে পারেননি এই মূহূর্তে । কেননা, জমির উদ্দিন রাষ্টপতির দাযিত্ব নিয়ে আর না ছাড়েন ! বা এমন কোন প্রঙ্াপন জারি করেন যা বর্তমান সরকারের ক্ষমতাকে চ্যালেঞচ করে বা বিএনপিকে বর্তমান অবস্হা থেকে বাচিয়ে দেয়। কারন, এখন কোন কিছুই সংবিধান মতে চলছে না । এজন্যইতো প্রেসিডেন্ট সিঙ্গাপুরে অসুস্হ অবস্হায় অফিস করতে পারছেন ! এটা সংবিধােন আছে নাকি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.