আমাদের কথা খুঁজে নিন

   

গুগলি



গুগলির জন্ম হুগলিতে নয়, সাত সমুদ্র তেরো নদীর ওপারে, টেমসের তীরে। বার্নার্ড জেমস টিনডাল বোসানকোয়েট নামের এক তরুণ ক্রিকেটারকে গুগলির জনক (নাকি প্রথম সফল প্রয়োগকারী?) বলা হয়। অবশ্য অস্ট্রেলিয়ানরা এখনো গুগলিকে বুসি নামেই ডাকে। ওখানে এটা রঙ-আন নামেও পরিচিত। গুগলি হচ্ছে বোলিংয়েরই একটা সেকশন, তবে এতে থাকে লেগ ব্রেকের বলে অফ ব্রেকের অ্যাকশন।

কেউ কেউ এটাকে বোলিংয়ের ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দের কবিতাও বলেন। কারণ এ বোলিংয়ের গতিপ্রকৃতির মর্মোদ্ধার সব সময় যথার্থভাবে করা সম্ভব হয় না। সুতরাং এটা ব্যাটসম্যানদের জন্য ঝুলন্ত বিপদ। ব্যাটসম্যান বুঝতে পারেন না বলটা কিভাবে আসছে বা কিভাবে আঘাত হানতে যাচ্ছে। কারণ ডানহাতি রিস্ট স্পিন বোলার এটাকে অফ ব্রেক থেকে লেগ ব্রেকে ছুটান আর বামহাতি বোলার এটাকে লেগ ব্রেক থেকে অফ ব্রেকে ঘুরিয়ে দেন।

তবে দুটি ক্ষেত্রেই এটা বোলারের কব্জির শিল্পিত কারুকাজ। বিজেটি বোসানকোয়েট (১৮৭৭-১৯৩৬) প্রধান গুগলার নামে পরিচিত। তিনি লিখেছেনÑ এ বোলিংয়ের মূল রহস্য লুকায়িত রয়েছে ডেলিভারি প্রাক্কালে কব্জির কারুকাজের ওপর। কব্জির কৌশল যথার্থ হলে গুগলির ঘূর্ণন অক্ষ ডান থেকে বাম দিকে অথবা বাম থেকে ডান দিকে মোড় নেয়। আর এভাবেই একটা সাধারণ লেগ ব্রেক থেকে সাধারণ অফ ব্রেকে পরিণত হয়।

বোসানকোয়েট তার গুগলির প্রথম শিকারে পরিণত করেন লিচেস্টারশায়ারের স্মিথ কু-কে। ১৯০২-০৩ সেশনে তার গুগলি সবার দৃষ্টি আকর্ষণ করে। এ সময় তিনি ক্রিকেট প্রাইম মিনিস্টার নামে খ্যাত স্যার পেলহ্যাম ওয়ার্নারের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফর করেন এবং সিডনিতে তার প্রথম শিকার বানান বিখ্যাত অসি ব্যাটসম্যান ভিক্টর ট্রুম্পারকে। এ সফরে কোনো টেস্ট অনুষ্ঠিত হয়নি এবং পরের মৌসুমে তার গুগলির ওপর ভর করেই ইংল্যান্ড অ্যাশেজ সিরিজ জিতেছে। বোসানকোয়েট এ সফরের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৬টি উইকেট পান।

এক পর্যায়ে তিনি মাত্র ১২ রানে পাচটি উইকেট কব্জা করেন। ইংল্যান্ডের পর সাউথ আফ্রিকা গুগলিকে আপন করে নেয়। পরে পাকিস্তানের আবদুল কাদির এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন মাস্টার গুগলার হিসেবে আবির্ভূত হন। পাকিস্তানের মুশতাক আহমেদও মাস্টার গুগলার হিসেবে নাম কামিয়েছেন। যাহোক, এতে সন্দেহ নেই, এটা একটা উত্যক্তকর ডেলিভারি।

পুনশ্চ : প্রাপ্ত তথ্যে জানা গেছে, ইংলিশদের আগে অস্ট্রেলিয়ানরাই গুগলির ধারণা পেয়েছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেমস ফিলিপস এটার উদ্ভাবক। ১৮৯০ সালের দিকে তিনি এটা চালু করেন। তবে তার গুগলি অনুশীলন নিয়মিত ছিল না। ফলে বোসানকোয়েট সবটুকু কৃতিত্ব হজম করে বসে আছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।