আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাঙ আউট ব্যাট



ইংরেজি হ্যাঙ শব্দটির মহিমা বড়ই অনন্ত! যেমন : আই গট দি হ্যাঙ অব ইউর আর্গুমেন্ট Ñ আমি তোমার যুক্তির তাৎপর্য বুঝতে পেরেছি, হ্যাঙ ইট Ñ ধুত্তোর! নিকুচি করি!, লেট থিংস গো হ্যাঙ Ñ চুলোয় যাক, তাতে আমার কি!, হ্যাঙ অন Ñ সবুর করো, হোয়্যার হি হ্যাঙিং আউট নাউ? Ñবর্তমানে সে কোথায় বাস করে?, হি হ্যাঙ আপ অন মি Ñআমার কথা শেষ হবার আগেই সে টেলিফোন ছেড়ে ছিল, ইত্যাদি। বুঝতেই পারছেন, উপরের ছয়টি বাক্যে হ্যাঙ শব্দটি অর্থগত দিক থেকে কত্তো তাল-বেতালের! হ্যাঙ আউট ব্যাট বলতে ব্যাট রোদে শুকাতে দেয়া বা প্রদর্শন করা অথবা টাঙ্গানোকে নির্দেশ করতে পারে, কারণ সংজ্ঞাগত দিক থেকে উপরের ছয়টি অর্থ হ্যাঙ আউট ব্যাটের প্রকৃত মর্ম তুলে ধরতে সক্ষম নয়। প্রকৃত ব্যাপার হচ্ছে এ টার্মটি মূলত অলস ব্যাটসম্যানদেরকে এই বলে ব্যঙ্গ করছে যে, ফুটওয়ার্ক বাদ দিয়ে শরীর বাঁচিয়ে ব্যাটিং না করে ব্যাটটাকে টানা তারে টাঙ্গিয়ে রাখাটাই অধিকতর উত্তম। টানা তার বা দড়িতে কিপ সেটে অথবা গিট্টু মেরে কাপড় শুকাতে দিলে তা রোদের তাপে শুকিয়ে যায়। ঠিক তেমনি হ্যাঙ আউট টাইপের ব্যাট চালালে ব্যাটসম্যানের রানও শুকিয়ে যায়।

অর্থাৎ ব্যাটসম্যান উইকেটকিপার অথবা স্লিপম্যানদের তালুবন্দি হন অনায়াসে। আইসিসির অফিসিয়াল ভার্সনে বলা হয়েছে, হ্যাঙ আউট ব্যাট হচ্ছে শরীর বাঁচিয়ে পীচ অথবা বলের গতিপথ অনুসরণ করার জন্য পা না নেড়ে স্ট্রোক করা। ফলে এ জাতীয় নির্বিষ শট সহজ ক্যাচ পয়দা করে। সোজা কথায় বলা যায়, হ্যাঙ আউট ব্যাটের মূল তাৎপর্য হচ্ছে নিজের নির্মিত বোকামির পুরস্কার স্বরূপ বোলারের ঝুলিতে একটা তাজা উইকেট ঢুকিয়ে দেয়া। আসলে স্ট্রোক শুকনো হোক আর ভেজাই হোকÑ গা বাচিয়ে খেলতে গেলেই ব্যাটসম্যানকে বোলার-যমে ধরে।

বোলার-যম তাড়ানোর দীক্ষা নিতে চান? ইংল্যান্ড ও হ্যাম্পশায়ার দলের সাবেক ক্রিকেটার জর্জ ব্রাউনের কাছে চলে যান। তিনি ব্যাট সরিয়ে ফাস্ট বোলারের ডেলিভারি বুক দিয়ে ফিরিয়ে বলতেন, সে তো ফাস্ট বোলার নয়। ১৯২৬ সালে সাউদাম্পটনে ওয়ারউয়িকশায়ারের বিপক্ষে দশ নম্বরে ব্যাটিং করতে দেয়ায় তিনি ক্ষেপে যান। রাগে কিপারের মাথার ওপর দিয়ে ছক্কা হাকান। তারপর ব্যাট ভেঙে দু টুকরা করে এক টুকরা আম্পয়ারের হাতে জমা দিয়ে বাকি টুকরা দিয়েই ব্যাটিং চালিয়ে যান।

যেন বুঝিয়ে দিলেন, আমি হ্যাঙ আউট ব্যাটের নিকুচি করলাম। হ্যাঙ আউট ব্যাটকে একজন ব্যাটসম্যানের হাইবারনেশন (শীতনিদ্রা) পর্ব বলা যেতে পারে কিনা, সে ব্যাপারে জীবতাত্ত্বিক অথবা ক্রিকেটতাত্ত্বিকরা বেশুমার তর্কে মাততে পারেন। তবে বাংলাদেশী ক্রিকেটারদের ব্যাটিং-মাজেজা দেখলে মনে হয় ব্যাটসম্যানরা যেন নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ের ছাদে ব্যাট ঝুলিয়ে রেখে খেলনা ব্যাট নিয়েই বিদেশ সফরে যান।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।