আমাদের কথা খুঁজে নিন

   

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিত্সা ভাতা বাড়লো

পঁচা মানুষ এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া একশ' টাকা থেকে বাড়িয়ে পাঁচশ' টাকা এবং চিকিত্সা ভাতা দেড়শ' টাকা থেকে বাড়িয়ে তিনশ' টাকা করার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন। এই বাড়তি ভাতা পাবেন দেশের এমপিওভুক্ত চার লাখ ৬৯ হাজার ৮৪৪ জন শিক্ষক- কর্মচারী এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছয় হাজার ৭৬ জন শিক্ষক। এ জন্য সরকারের খরচ হবে ২৪৪ কোটি টাকা। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই ভাতা বৃদ্ধির এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে মন্ত্রী জানান। সংবাদ সন্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শ্রদ্ধেয় শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। এটি শুধু একটি পেশা নয়, ব্রত। কিন্তু শিক্ষকদের যোগ্য মর্যাদা ও প্রয়োজনীয় আর্থিক সুযোগ-সুবিধা এখনো আমরা যথেষ্ট উন্নত করতে সক্ষম হইনি। তবে বর্তমান সরকার শিক্ষকদের দু:খ-কষ্ট লাঘবে সব সময় আন্তরিক। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।