আমাদের কথা খুঁজে নিন

   

পরিবেশ রহ্মার্থে করনীয়

রাতে ঘুম আসে না ,আর সকালে ঘুম ভাঙ্গে না :<

আমার এই লেখাটাকে আদর্শ বাংলা বইয়ের রচনা ভাবলে ভাবতেও পারেন । কিন্তু কথাগুলো আমাদের ব্লগের পরিস্থিতি রহ্মার জন্য । একজন দায়িত্বশীল ব্লগার হিসেবে আমি এ কথাগুলো বলছি । পরিবেশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন বিষয় । আমরা পরিবেশের মধ্যেই বসবাস করি এবং সেখান থেকেই জীবন ধারনের যাবতীয় শিহ্মাদি গ্রহন করি ।

তাই একটি ভাল পরিবেশই পারে ভাল মানসিকতা সৃষ্টি করে ব্যক্তিকে সৃজনশীল করতে । আমরা এই ব্লগে কিজন্য এসেছি? বিভিন্নজন হয়ত বিভিন্ন উদ্দেশ্যের কথা বলবেন । কিন্তু আমাদের আসল উদ্দেশ্য কিন্তু একটি কমিউনিটি । একটি বাংলা কমিউনিটি । যেখানে আমরা আমাদের মধ্যে একটি সুসম্পর্ক বজায় রেখে ব্লগিং করব ।

কিন্তু দু:খের সংগে বলতে হচ্ছে যে আমাদের এই ব্লগের অবস্থা এখন লেজে গোবরের মত । একেবারে হযবরল । তাই আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা ব্লগে যাই করিনা কেন যাতে একটু মার্জিত ভাবে এবং কমিউনিটি বজায় রেখে যেন করি । আশা করি এতেই আমাদের ব্লগের পরিস্থিতি ও পরিবেশ দুটোই ভাল থাকবে। আর আমরা এখনে সবাই একটি ভাল পরিবেশে ব্লগিং করতে পারব ।

কি এতটুকু কি আমরা এখানে আশা করতে পারি না ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.