আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির দিনে



ক্লাস শেষ হতেই ঝুম বৃষ্টি । হাটার ইচ্ছা ছিল না । দিপা কে দেখে ওকে সঙ্গ দেবার জন্য বের হলাম । বাসা পযন্ত ওর পাশে হাটা । কতদিন এভাবে হাটব ? জানি না।

চোখ বেয়ে পানি গুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছি । ব্যস্ত সড়ক , ব্যস্ত মানুষ । কেই কারও দিকে তাকানোর ফুসরত নেই । কিন্তু আমি তাকিয়ে আছি । দিপা কে দেখছি ।

বলব দিপা তোকে আজ অন্যরকম লাগছে । অনেকটা বড় । আরও কিছু বলব ? শুনবি ?রোজ রোজ এই পথটা শেষ হয়ে যায় কেন ? শেষ না হলে কবেই বলে ফেলতাম । রোদ ,বৃষ্টি মাথায় নিয়ে আমি তোর পাশে থাকি কেন ? কখনকি জানতে ইচ্ছা হয় নি? আজ বলব ? শুনবি তো ? আজ শুনে যা । দুভোগ্য কি জানিস আজও পথটা শেষ হয়ে গেছে ।

পথটা কেমন জানি তোর মত ?কখ্নই বুঝেনা । তুই কবে বুঝবি ? সেদিনও কি এভাবে তোর চোখ দিয়ে পানি গড়িয়ে পরবে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।