আমাদের কথা খুঁজে নিন

   

মি: আকন্দ এবং সংকীর্ণ জাতীয়তাবাদী জোশ (উৎসর্গ : কল্পণা চাকমা)



আকন্দ তার স্বভাবসিদ্ধ জাতীয়তাবাদী জোশে বলিয়ান হয়ে সম্প্রতি একটি লেখা লিখেছেন পাহাড়ী জণগনকে তুচ্ছতাচ্ছিল্য করে। আমি তার প্রতিবাদে ছোট করে মন্তব্য করেছিলাম তার জাতীয়তাবাদী ব্লগে। আমি ওটাই আরেকটু বড় করে এখানে দিচ্ছি। লেখাটি উৎসর্গ করা হল আদিবাসী মানবাধিকার কর্মী কল্পনা চাকমার উদ্দেশ্য, যিনি ১২ ই জুন ১৯৯৬ সালে বাংলাদেশী আর্মির হাতে অপহৃত হন, এবং এখনো "নিঁখোজ" আছেন। ===================== আকন্দ বাছা, উগ্র ধর্মান্ধতার মত উগ্র জাতীয়তাবাদও খারাপ।

আমরা ৭১ এ পশ্চিম পাকিস্তানের আগ্রাসন নিয়ে পাতার পর পাতা লিখি অথচ আমরা বাংগালীরা স্বাধীনতার পর একই কায়দায় আদিবাসীদের উপর আক্রমন চালিয়েছি। চাকমা এবং অন্যান্য আদিবাসীদের সংস্কৃতি বিকশিত হতে দেইনি, তাদেরকে বৃহত্তর জনোগোষ্ঠির অংশ হয়ে যেতে বলেছি। শেখ মুজিব নিজেও বাংগালী দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাহাত্তুরে বলেছিলেন, "তোরা সব বাংগালী হইয়া যা!" মুজিব পরবর্তি সরকারগুলো "দেশপ্রেমের সরাবন তহুরা" আরো ছয় ডিগ্রি বেশি পান করে তাদের বাস্তুচ্যুত করেছে। আদিবাসীরা এই সমাজিক এবং সাংসকৃতিক আগ্রাসনে ক্ষতবিক্ষত হয়ে, দিনের পর দিন অত্যাচারিত হয়ে যখন রুখে দাঁড়িয়েছে, আমরা তাদের গাল পেড়েছি "বিচ্ছিন্নতাবাদী" বলে। ঠিক পাকিস্তানীরা যেমনিভাবে আমাদের গাল দিত।

আর্মি নামিয়ে চাকমা মেয়েদের ধর্ষণ করা হয়েছে, কল্পনা চাকমার মত অংসখ্য মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কাপ্তাই বাধ দিয়ে তাদের এলাকা প্লাবিত করে দেওয়া হয়েছে, ন্যুনতম ক্ষতিপূরণ দেওয়া হয়নি বাছা। এগুলো সবই করা হয়েছে দেশপ্রেমের নামে, জাতীয়তাবাদের নামে। তুমি ইন্টারনেট থেকে Cruel Games with Peoples’ Human Rights, An Inquiry Report : on recent human rights violations by an armed group against innocent villagers in Lakshmichari and Kawkhali areas of the Chittagong Hill Tracts, Banglaldesh রিপোর্টটা পড়ে নিতে পার। দেখবে আমাদের নিজেদের হাতে কত রক্ত লেগে আছে বাছা! সেজন্যই সেমুয়েল জনসন বলেছে বাছা -- "Patriotism is the last refuge of a scoundrel." মহাজ্ঞানী আইনস্টাইনও তা মনে করেন বাছা --- "...and all the loathsome nonsense that goes by the name of patriotism, how violently I hate all this, how despicable and ignoble war is; ....!" লেখার আগে অনেক অনেক জানতে হবে বাছা তোমাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও এই সংকীর্ণ জাতীয়তাবাদ বিরোধী একজন মানুষ ছিলেন।

প্রথম বিশ্ব্ যুদ্ধের শুরুতে কবিগুরু যুদ্ধের আগ্রাসনের পেছনে সংকীর্ণ জাতিপ্রেমকে দায়ী করে বলেন, "সংকীর্ণ জাতিপ্রেমেই স্বার্থপরতার সুত্রপাত, আর স্বার্থের সমাপ্তি অপঘাতে"। তোমরা কট্টর জাতীয়তাবাদী না হয়ে একটু মানবতাবাদী হতে পারনা বাছা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।