আমাদের কথা খুঁজে নিন

   

কুয়োর ব্যাঙ আউর ব্যাঙের কুয়ো

mahbub-sumon.com

শালার দুনিয়াতে এতো এতো আজিব সব পাবলিকের লগে দ্যাখা হইছে মাঝে মাঝে মনে লয় একখান 'আদম চরিত' লেখায় হাত দেই, মগর দিলে সাহস পাই না। দিনকে দিন যখন হালায় দিলটাই হাওয়া হয়া যাইতাছে সাহসের কি দোষ ! ক্যাঙারুর দ্যাশে গিয়া যখন পোরফেসর জিগাসে কুন দ্যাশ থেইকা আসছি, উততরে বাংলাদেশ কওনে সে পথ্থমে চিনবার পারে নাই। আমি বুঝায় কইলাম আমি ইন্ডিয়ার চিপায় ছুটো একখান দ্যাশ বাংলাদেশ থেইকা আসছি তখন সে কিছু কয় না, মগর যখন কইলাম আমার দ্যাশের কাছে কাঠমুন্ডু তখন হালায় মুন্ডু নারায়া কয় " হ ! চিনবার পারছি। " । এরম অভিগ্যতা অনেক হইছে আমার।

যখন এই সব গ্যানি মানুষ চিনবার পারে না তখন সাধারন পাবলিকের কি দোষ ! ভাবছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের নাম হুনলে চিনবার পারলেও পারতে পারে। চিনবার পারে নাই। হালারা দ্যাশই চিনে না আবার বিশ্ববিদ্যালয়। দ্যাশে থাকবার সময় ভাবতাম বুয়েট কইলেই দুনিয়ার বেবাকে চিনে, ঢাকা বিশ্ববিদ্যালয় কইলেই একনামে চিনে। আমার এই ধারনা মাঠে মারা গেসে বহুত বার।

অনেক নামি দামী পোরফেসরকেও নাম চিনাইতে সমস্যা হইছে। আমরা অনেকেই ভাবী আমগো দ্যাশের কথা মনে হয় সবতে জানে, আমগো বিশ্ববিদ্যালয় গুলানরে সবতে চিনে। মগর এই পাবিলকরা যখন দ্যাশে থেইকা বিদ্যাশে যায় তখন বুঝবার পারে তাগো এই ধারনা কতো ভুল। কুয়োর ব্যাঙের মতো নিজের কুয়াটারে দুনিয়া ভাবলেই কুয়ো দুনিয়া হয়া যায় না। -------- আন্ডারগ্র্যাডে সি.এস এর বই পইড়া ভাবছিলাম বহুত কিছু শিখছি।

গাদা গাদা কোডিং, কম্পিটিশন , হ্যান তেন কতো কিছু করছি আর ভাব মারছি যে কতো কিছু শিখা ফেলাইছি। মগর কাম করতে গিয়া দ্যাখলাম অনেক কিছুই শিখি নাই। শিখনের অনেক বাকী। পোস্টগ্রাডে একবার আমার মন কেন জানি উদাস হইলো। লাইব্রেরীর কম্পিউটিং এর বইয়ের সারীর সামনে দাঁড়াইয়া ভাবতাসীলাম এই শত শত বইয়ের মইধ্যে কয়টা আমি পড়ছি ! ১০? ৫০? ১০০? ধরলাম ১০০, আর কততো বই পইরা রইছে যার ধারে কাছেই যাই নাই।

আর যেই গুলান পড়ছি সেই গুলার কতো পারসেন্ট পড়ছি? বেশী হলে ৫০ %। তার মানে দাঁড়াইলো আমি কতো কম জানি, শেখনের কতো বাকী। অনেকরেই দেখি পড়াশুনা কইরা এমুন ভাব মারে যেন তার মতন আর কেউ জানে না । ৪/৫ খান ধর্মের বই পইড়াই হাদিস কোরাআন নিয়া ঝাঁপাইয়া পরে তর্কে। আরে হালা থিয়োলজি, ইসলামিক স্টাডিজ, কম্পারেটিভ থিয়োলজি সাবজেক্ট গুলান কি এমনে এমনে হইছে ? ঐ গুলানে যারা পড়ে তারা কি ঘাস খায় ? যাউগ্গা, নিজের কথায় আসি।

প্রোগ্রামিং কইরা কিছু পাবলিক নিজেরে বড় আই.টি পরফেশনাল মনে করে। বড় বড় বাতচিত করে আর এমুন ভাব লয় যেন তার লাহান আর কেউ জানে না। গ্যান দিক ভালো কথা, মগর ভাব মারনতেই দিলে কষ্ট লাগে। হালাগো দেইখা মনে হয় ,কুয়োর ব্যাঙ আর কারে কয়। ----- আবঝাব লিখলাম, মনে যা আসে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।