আমাদের কথা খুঁজে নিন

   

ডিসেপশন পয়েন্ট

পাগলা ছেলের... আউলা ব্লগ... যা বুঝি তাই লিখি... মাথা কম ঘামাই

আজকে শুরু করলাম। প্রথমে বাজে লাগতেছে পড়তে। আসলে মনে হয় অনুবাদ বইগুলা সব এই টাইপেরই হয়, কাহিনী অনেক দেরীতে শুরু হয়, তাই প্রথমে পড়তে সবারিই বিরক্ত লাগে। কিন্তু কোনমতে আকবার ঘটনাতে ঢুক্তে পারলেই চলে তখন আবার জটীল লাগে বইয়ের কথা গিলতে গিলতে আমি শ্বাস নেওয়ার কথাও ভুলে যাই। আমার আবার অন্য একটা অভ্যাস আছে বই দাগিয়ে পড়া।

লাইনে লাইনে আন্ডারলাইন করতে মজাই লাগে। যাই বইয়ে আমার যত বেশী দাগ তা তত বেশী ভালো লেগেছে। আপনাদের সাথে বইটার একটা কথা শেয়ার করব তা হলো " এখন সবসময়ের মত রাচেল টের পেল বাইরের পৃথিবীটা মিইয়ে যাচ্ছে তার পিছনে সে অন্য একটা পৃথিবীতে ঢুকছে এমন একটি পৃথিবী যেখানে সমস্যা মালবাহী ট্রেণের মত গর্জে উঠে আর সমাধান টা ফিস ফিস কন্ঠের মতই শোনায়। " আজকে ২ টা দুঃখজনক ঘটনা ঘটেছে প্রথমটা হল রাইফেলস পাবলিক কলেজে ফর্ম কিনতে গিয়া দেখি ওদের মিনিমাম রিকয়্যারমেন্ট হইলো ৫। আমার দেইখা পুরা টাশকি লাগার অবস্থা হইছে।

মনে হয় না এখন যে আর কোন ভালো কলেজে এই জীবনে ভর্তি হতে পারবো। আর দ্বিতীয় ঘটনা হইলো আজকে ৫০ টাকার জন্য সোফির জগত বইটা কিনতে পারলাম না। আমি এই বইটা এতদিন পাগলের মত খুঁজেছি। আজকে হাতের কাছে পাইয়া মিস করাতে অনেক খারাপ লাগতেছে। আসলে সব কিছুই ধোকা দুনিয়াটা আমাকে ধোকা দিয়ে মজা পাচ্ছে নাকি সে সবার সাথে এমন করে কি জানি? বড়ই রহস্যময় লাগে জগতটারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।