আমাদের কথা খুঁজে নিন

   

তুমিতো জানোনা কতটা পুরনো এই আমি

মানুষ তার আশার সমান বড়...

তুই দাঁড়িয়েছিলি কোন নির্জন নদির তীরে। ঝিরঝিরি হাওয়া ছিলো তোর মনে... ঢেউ ছিলো... স্বপ্ন... আশা...। আমি হাজার চেষ্টা করেও তোর কাছে নীল পদ্ম নিয়ে পৌঁছাতে পারিনি, সেদিনতো এমনই স্বপ্ন ছিলো...। তুই কৈশোরী এলোমেলো সস্তা শাড়ির আচঁলের ভাঁজে সেদিন কি ঝরিয়েছিলি? আমাকে... বিশ্বাসকে... নাকি আমাদের ভালোবাসাকে? সেদিনইতো প্রথম ভাগ্যে বিশ্বাস করতে ইচ্ছে করেছিলো! জানিস... আমি সারা রাত ঘরে ফিরিনি। ফোন বন্ধ করে ঘাসের পরে চিৎ হয়ে পড়েছিলাম, নিথর।

কৈশোর... আমার কৈশোর, যেখানে পাখিরা নানা সুরে শব্দ ওড়ায়, তার কিছু বুঝি কিছু বুঝিনা, অর্থহীন মনে হয় জীবনটাকে। সেদিন, প্রতিভাবান ছেলেদের জীবন পড়ছিলাম 'প্রথম আলো'তে; বহুদিন পর দু'চোখ দিয়ে ফোটা ফোটা জল গড়িয়ে পড়েছিলো... তোকে না পেয়ে কৈশোরে যেমন কেঁদেছিলাম... ঠিক তেমনই অনুভূতি...। সমাজ নিয়ে আমার নিজস্ব ছেলেমানুষী আবদার আছে। এসব চিন্তাভাবনাকে আমি আবদার বলবো, কারণ আমার মানসিকতার সাথে বর্তমান সমাজ কালচারের বিরাট তফাৎ। আমার ভাবনার সমাজে বৌ আমার পুরোপুরি ঘরোয়া হবে।

সমাজ সংস্কার নিয়ে যার স্বচ্ছ ধারনা থাকবে, পরিবারকে পুরোপুরি সময় দিবে, উড়লচন্ডি হবেনা, কর্মজীবি হবে না। উড়লচন্ডি আর কর্মজীবির মধ্যে হালকা তফাৎ আছে। উচ্ছ্বাস আর উড়লচন্ডির মধ্যেও তফাৎ। তাই কর্মজীবি, উচ্ছ্বাসী নারীরাই যে উড়চন্ডি হয় তা কিন্তু নয়। নারীকে কর্মজীবি হতেই হবে এমনই কিছু বাঁধা ধরা আবদার নিয়ে কিছু নারীকে দৌড়াদোড়ি করতে দেখা যায়।

বাসে ঘাটে, গ্রামে গঞ্জে, শহর নগরে, চায়ের টঙ দোকানে সব স্থানে তারা তাদের সমানাধিকার পাবার জন্য প্রচারনা চালাচ্ছে। লাভের মধ্যে লাভ হচ্ছে না কিছুই। নারী সমাজের মাথায় টুপি পড়িয়ে কিছু নারী নিজেদের পকেট ভারী করছে। নিজের মার্কেটিং নিজে করে কে কবে বেশিদিন নিজেকে সময়ের বুকে ধরে রাখতে পেরেছে? এখানে শব্দের খেলায় সবাই নিউটন... নিজের ভাচুয়াল মতাদর্শ মার্কেটিং করে এভাবে মানুষ বড় হয়ে ওঠে না। মানুষের মাঝে বেঁচে থাকায় যে কত সুখ, সেটা মানুষকে অনুভব করতে হবে।

'কচ্চবের বাপ'রা কখনোই মিডিয়ার সামনে হেঁটে হেঁটে আসেনি, মিডিয়া এদের খুঁজে খুঁজে বের করে আনে। আমি কিন্তু ওদের সরল হাসিগুলো দেখে খুব খুব খুব আবেগী হই, কত সুন্দর করেই না ওরা হাসতে পারে। সেদিন, তুরাগে... ভাবছিলাম কোন নৌকায় উঠবো। দেখি, সাতাশ আঠাশ বছরের এক ছেলে অদ্ভুত মিষ্টি হাসি দিয়ে বললো, ভাইজান আমার নৌকোয় উঠেন... এত মিষ্টি লাগছিলো তার হাসি, তাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিলো আমার সেদিন... কিন্তু আমিতো মানুষ নই, না-মানুষ না-মানুষরা কতকিছু করতে পারে না। আমার অত ভারী কথায় কাজ নাই, মনটা ভিষন খারাপ, কৈশোরে যাবো, সময় করে।

আকাশ জমিন এক করে দিবো, টুপ করে বৃষ্টি ঝরাবো...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।