আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের গ্রামীণ খেলা - মার্বেল

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

কিশোর ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় খেলা মার্বেল। সম্ভবত অভিভাবকদের নিষেধাজ্ঞাই এই খেলার প্রতি কিশোরদের অদম্য আকর্ষণ সৃষ্টি করে। এই খেলার নিস্পত্তি হয় অন্যের মার্বেল খেলে জিতে নিজের করে নেবার মাধ্যমে। মার্বেল খেলার জন্য নির্দিষ্ট দূরত্বে একটি এক থেকে দেড় ইঞ্চি ব্যাসার্ধের গর্ত করে গর্ত থেকে ৪/৫ হাত সামনে প্রস্থ বরাবর দাগ টানা হয়। দাগের একপাশ থেকে প্রথম খেলোয়াড় প্রত্যেকের কাছ থেকে সংগৃহীত মার্বেল গর্তের দিকে ছুড়ে মারে। দলের খেলোয়াড়রা দান চেলে রাখা মার্বেলের মধ্য থেকে একটি মার্বেলকে লক্ষ্য হিসেবে চিহ্নিত করে দেয়। যদি ঐ খেলোয়াড় ঐ মার্বেলটি তার হাতের মার্বেল (যেটিকে ডাই বলা হয়) দিয়ে আঘাত করতে পারে তবে সবগুলো মার্বেল তার হয়ে যায়। কৃতজ্ঞতাঃ SANDOZ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.