আমাদের কথা খুঁজে নিন

   

ভুল বুঝতে চাই না কাউকে।

আমি একজন নিরাপদ ব্লগার

এই খানে রাগ ইমন আপুর কাছে জানতে চেয়েছিলাম "আমার যেটা জানতে ইচ্ছে করছে তা হল , প্রতিভার এই বক্তব্যে বাংলাদেশের জন্য পার্শ্ববর্তী দেশ হিসেবে , আর সারা পৃথিবীর মুসলমানদের মুসলমান হিসেবে কি এলো গেল ?" রাগ ইমন এর কাছ থেকে এ ধরনের বক্তব্য আসা করিনি। রাগ ইমন কি পর্দা প্রথা উঠে গেলে খুশি হন?ব্যাখ্যা চাই রাগ ইমন। ------------------------------------------------------ তার কোন উত্তর পাইনি। এর পর রাগ ইমন এর [wjsK=http://www.somewhereinblog.net/blog/nantublog/28716919 ]ব্যাখ্যা পেলাম এখানে। "বুঝাইলাম যে , প্রতিভা পাতিলের মন্তব্য বাংলাদেশ তথা সারা বিশ্বের মুসলমানদের বা ইসলামের কোন ক্ষতি করতে পারবে না ।

কারন যারা পর্দা মানেন , তারা ইসলাম মানেন । ভারতের স্বাধীনতা , পরাধীনতা দেখে পর্দা মানেন না । " রাগ ইমন আপু র আগের কথা থেকে এরকম কিছু আমার মনে হয়নি। আপনাদের হয়েছে কিনা আমি জানি না। ----------------------------------------------------- ত্রিভুজের এই বক্তব্য - "হুমম..... রাগ ইমনদের কি আর আসবে যাবে? রাস্তায় জামা কাপড় খুলে চলার স্বাধীনতা পেলে উনারা সবচেয়ে খুশি হতো.. নিজেদের অপার সৌন্দর্য দেখানোর একটা সুযোগ সৃষ্টি হতো........... (আরো কঠিন কিছু বলতে ইচ্ছে করছে... কন্ট্রোল করলাম....)" ----------------------------------------------------------- এখানে "আশরাফ রহমান বলেছেন : আমার একটি পোস্টে ( বর্তমান স্বাধীন ভারতের পর্দার প্রয়োজন নাই : প্রেসিডেন্ট প্রার্থী প্রতিভা পাতিল) রাগ ইমনের মন্তব্যের পরই বিতর্কের শুরু।

প্রতিভা পাতিলের ঐ সাম্প্রদায়িক উস্কানীমূলক বক্তব্যের সবাই প্রতিবাদ জানালেও রাগ ইমন তাসলীমা নাসরিন স্টাইলে পর্দাকে কটাক্ষ করে বক্তব্য দেন। সেই সাথে তিনি প্রতিবাদকারীদের ব্যাপারেও আপত্তিকর কমান্ড করেন। এতে ত্রিভূজসহ অনেকেই তার উপর ক্ষিপ্ত হন। তিনি ইসলামের একটি ফরজ হুকুম পর্দা নিয়ে কটাক্ষ করলেও কোন দোষ হয় না কিন্তু ত্রিভূজ কেন তার মন্তব্যের প্রতিক্রিয়া জানালো এটা নিয়েই তিনি অস্থির! কুরআন হাদিসের অনেক দোহাই দিলেন তিনি। বললেন এ ধরণের ব্যবহার ইসলাম সমর্থন করে কিনা? অথচ যখন পর্দার বিরুদ্ধে দেয়া একটি বক্তব্য সমর্থন করলেন, পর্দা নিয়ে মশকরা করলেন এবং প্রতিবাদকারীদের তিনি অবজ্ঞা করলেন তখন তার একবারও মনে হয় নি তার আচরণ ইসলাম সম্মত কিনা? তার দ্বিমূখী আচরণ এবং মায়াকান্না দেখার পর বুঝতে অসুবিধা হলো না যে তিনি কে?" --------------------------------------------------- আপনারা যারা রাগ ইমন আপু আর ত্রিভুজ ভাইরে চিনেন তাদের বলছি - এটা এক ধরনের মিস আন্ডারস্টেন্ডিং ছাড়া আর কিছু নয়।

এক দল লোক এ মন্তব্যকে আগুনে ঘি ঢালার মত করে উষ্কে দিচ্ছে। জানি না আপনারা একমত হবেন কিনা? তবে আমার কাছে তাই মনে হয়েছে। আমি চাই , এ ধরনের দ্বন্দ্ব সংঘাত এর অবসান হোক। সবাই সুস্থ চিন্তা করুক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।