আমাদের কথা খুঁজে নিন

   

ঝাকানাকা পোষ্ট...

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

ম্যাসেঞ্জারে এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো... .... নকশী: একটা ঝাকানাকা পোষ্ট দাও তো... হা হা হা ত্রিভুজ: কি রকম ঝাকানাকা? নকশী: রকট সকম জানি না ত্রিভুজ: হা হা হা, কিন্তু আমি পোষ্ট দিলে তো সেটা মারামারি কাটাকাটি পোষ্ট হয়ে যায়... নকশী: না, দাও দেখি একটা ঝাকানাকা পোষ্ট ত্রিভুজ: আচ্ছা, ঝাকানাকা পোষ্ট ক্যামনে দেয়? নকশী: আমি কি জানি আচ্ছা, আমি কি কখনো ঝাকানাকা টাইপ কোন পোষ্ট দিয়েছিলাম? কিজানি.. দিতেও পারি.. নতুবা বন্ধুটি হটাৎ একটা ঝাকানাকা পোষ্টের আবদার ধরলো কেন? যাই হোক, সহ ব্লগার তারেক রহিমের একটা পোষ্ট দেখে পুরানো একটি ঘটনা মনে পড়ে গেল। কয়েক বছর আগের কথা। দেশের বাইরে থেকে পরিবারের বেশ কয়েকজন সদস্য একসাথে এসে পড়লো। আমি কাজ কর্ম রেখে তাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তাজা ইলিশ মাছ তাদের দেখার সুযোগ খুব একটা হয় না।

ইলিশ মাছের জন্য পুরো বিশ্বে বিখ্যাত চাঁদপুরের এক বাজারে সবাইকে নিয়ে সন্ধ্যার পর গিয়েছিলাম মাছ দেখতে। এক মাছওয়ালার ছবি তুলতে চাওয়ার পর সে তো খুবই খুশি। চরম উৎসাহে হাসি হাসি মুখে ছবি তোলার জন্য প্রস্তুত। ছবি তুলে ডিসপ্লেতে দেখালাম। নিজের ছবি ক্যামেরায় দেখে মাছওয়ালা চিৎকার করে ওঠলো, "আমারে তুইল্যা লাইছে রে! আমারে তুইল্যা লাইছে!!" মাছওয়ালার এই উৎফুল্ল চেহারা দেখে সেদিন আমরা সবাইও ব্যাপক আনন্দ পেয়েছিলাম।

আমাদের দেশের মানুষগুলোর চাহিদা খুবই কম। খুব সামান্যতেই তারা অনেক খুশি হয়ে যায়। কয়েকদিন আগে চট্টগ্রাম সাহায্য করতে গিয়েও এরকম আনন্দিত কিছু চেহারা দেখার সুযোগ হয়েছিলো। আমাদের সামান্য একটু ত্যাগ কত মানুষের চরম আনন্দের কারন হতে পারে। আমরা সবাই কি মাঝে মাঝে এরকম একটু ত্যাগ স্বীকার করতে পারি না, অন্যকে সুখী করার জন্য? ছবি-১: আমাদের সেই মাছওয়ালা।

ছবিটি তোলা হয়েছিলো ৪ জানুয়ারী, ২০০৪ ছবি-২: তারেক রহিমের তোলা কিছু নির্মল আনন্দের প্রতিচ্ছবি... (ছবিটি এত ভাল লেগেছে যে আপনাকে না জিজ্ঞেস করেই মেরে দিলাম। আশা করি কিছু মনে করবেন না @ তারেক রহিম। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.