আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছেলে, তার বাবা এবঙ তার বাবা



বাবা নেই অনেকগুলো দিন। মাকে হারিয়েছি আজ ১৯ বছর। বাবার স্নেহ খুব বেশী পাইনি। হয়তো টের পাইনি। কোনও এক রাতে ইটিভির খবর দেখে শুয়ে পড়লেন বাবা।

অল্প পরে বললেন, তাঁর শরীরটা ভালো লাগছেনা এবঙ মিনিট দশেকের মাথায় আমার চোখের সামনে বাবা নাই হয়ে গেলেন। আমরা ছয় বাই বোন দ্বিতীয়বারের মত স্বজন হারালাম। আমার ছেলে রোদ্দুরের বয়স তখন দুই বছর প্লাস। সেই থেকে রোদ্দুরকে আমি আগলে রাখি। অনেক বেশী কেয়ার করি।

এ নিয়ে আমার বৌ মাঝে মধ্যে খোঁচা দেয়। আমি গায়ে মাখিনা। ছেলে নাকি বাবার ন্যাওটা হয়েছে। আজ বাবা দিবস। রোদ্দুর আমার জন্য একটা ফতুয়া কিনে আনলো।

সেটি হাতে পেয়ে আমি আড়ালে চোখ মুছি। বাবাকে খুব মনে পড়ছে আজ। বাবা তুমি কেমন আছো ? গত হপ্তায় বন্ধু কনক একদিনের মাথায় বাবা-মা দুজনকেই হারালো। কনক তুই কেমন আছিসরে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.