আমাদের কথা খুঁজে নিন

   

জামাআত সরকারকে ফতোয়া দিছে, বাকী দুদলের অবস্থা বেগতিক (বুঝে দেখেন ফতোয়ার কি ঠেলা!)

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর সংস্কারের ব্যাপারে বেশ উদগ্রীব। রাজনৈতিক দলগুলোর সংষ্কারের ইস্যুতে এখন প্রধান আলোচ্য বিষয় দুটি প্রধান দলের নেতৃত্বকে কেন্দ্রবিন্দু করে। প্রধান দুটি দলের নেতৃত্বে দু-দলের নারী নেতৃত্ব অর্থ্যাৎ খালেদা-হাসিনা থাকবেন কি না থাকবেননা সেটিই প্রধান ইস্যু হয়ে দাড়িয়েছে। তত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা তাদেরকে দুটি দল থেকে বহিষ্কারের ঘোষনায় বেশ খুশি হয়েছেন বলেই মনে হল। কিন্তু বিএনপি ও আওয়ামিলীগ এর ব্যপারে যেভাবে এ সরকার তৎপর, জামাতের ব্যাপারে ঠিক তার উল্টোটা। কোন সেরকম উচ্চবাচ্য নাই। তাহলে কি রাজাকার, খুনীর নেতৃত্বে এ দলটির কি কোন সংষ্কার প্রয়োজন নেই ? নাকি জামাত সরকারকে কোন ফতোয়া দিয়েছে যে, ফতোয়া না মানলে জাহান্নাম নিশ্চিত। ফতোয়াটা এরকম ”নারী নেতৃত্বের অবসান হতে হবে, না হলে দেশের উন্নয়ন সম্ভব না, দেশের উপর গজব পড়বে এবং দেশের সকল বালবাচ্চা, আবাল বণিতা সকলেই অপরাধী হবে” বোধহয় সেটাই মাথাই রেখে সরকার দেশের মানুষকে পাপের হাত থেকে বাচাতে,গজব থেকে রক্ষা পেতে জোর তৎপর চালাচ্ছেন দু নেতৃত্বকে তাদের প্রধান পদ থেকে সরাতে । ভালই তারপরেও যদি আমাদের পাপ মোচন হয় ক্ষতি কি ? রাজাকার রক্ষায় পাপ মোচন ! (হাসতেই হল) (মনের ক্ষোভ থেকে বল্লাম)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।