আমাদের কথা খুঁজে নিন

   

ভ্যলেরি টেইলর প্রসঙ্গ; মিউনিখে ‘সিআরপি’ র প্রচারানুষ্ঠান

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

গত ১১ই জুন রোববার সিআরপি’র প্রচারানুষ্ঠান হলো মিউনিখের ওয়েষ্ট পার্কের এক উন্মুক্ত মঞ্চে। দুপুর একটা থেকে শুরু হয়ে শেষ হলো রাত আটটার দিকে। নানা ধরণের পন্থায় চেষ্টা করা হলো অনুদান সংগ্রহের। সদস্যের অনেকেই বাড়ী থেকে নানা ধরণের খাবার দাবার ও কেক তৈরী করে এনেছিলেন, যা দর্শকরা কিনলেন। কেউ কেউ কিছু কিছু টুকি টাকি জিনিসপত্র নিয়ে এসেছিলেন, যা লটারীতে বিক্রি করা হলো।

বাংলাদেশী এক রেষ্টুরেন্ট থেকে বিরিয়ানী এনে বিক্রি করা হলো সবার সাঝে। এটা ছিল রেষ্টুরেন্টের মালিক তার পক্ষ থেকে দেয়া অনুদান। ভারত নাট্যম নাচ হলো মঞ্চে, নাচলো মিউনিক প্রবাসী এক বাঙ্গালীর কন্যা। দর্শকরাও খাবার দাবার কিনে সাহায্যের হাত প্রসারিত করলেন। আবহাওয়া ভাল থাকায় এসেছিলেন অনেকেই।

সিআরপি’র জার্মান শাখার প্রধান ‘এলকে সান্ডমান’ ও আরো কিছু কর্মীর সাথে ভ্যালেরী টেইলর নিয়ে কথা বললাম। কিন্তু অনুষ্ঠানের এই দিনে তার ব্যস্ততার কারণে কথা বেশী এগুতে পারে নি। অন্য শহর থেকে যাদের একই উদ্দেশ্যে আলোচনা করার জন্যে আসার কথা ছিল, তারা বিভিন্ন সঙ্গত কারণে আসতে পারেন নি। তারপরও যে সব বিষয় জানতে পেরেছি, তা জানানোর চেষ্টা করছি। আগেই বলে নিচ্ছি, এগুলে আমার নিজস্ব কোন মতামত নয়।

- ভ্যলেরি টেইলর ও সফি শামি জানিত সমস্যা সম্পর্কে ‘এলকে সান্ডমান’ আগে থেকেই জানেন ও এ নিয়ে অনেক মেইল পেয়ে থাকেন। সব মেইল এর উত্তর তিনি লিখে কুলিয়ে উঠতে পারেন না। - মিউনিখ শাখার সীমাবদ্ধ প্রভাবের কথাও জানালেন ‘এলকে সান্ডমান’ - আমি তাকে সামহোয়ার ইন এর প্রতিবাদের কথা জানালাম। ওনি এক থেকে দুই সপ্তাহের মাঝে তার নিজস্ব বক্তব্য লিখে জানাবেন। আমি তা বাংলায় অনুবাদ করে সামহোয়ার ইনে পোষ্ট করবো।

- এ মুহুর্তে জার্মানী যে অনুদান তোলা হচ্ছে, তা আপাতত: বাংলাদেশে না পাঠিয়ে বিষয়টির সুরাহা না হওয়া অবধি এখানেই রেখে দেয়া হচ্ছে বলে জানালেন। - ভ্যলেরী টেইলরের সময়ে বাংলাদেশী কর্মীদের যে বেতন দেয়া হতো, তা ছিল নিতান্তই নগন্য। অথচ এর উপর নির্ভর করে তাদের অনেকেকই জীবন যাপন করতে হতো বলে জানালেন বাংলাদেশের এক সাবেক সিআরপি কর্মী। - কাজের জন্যে যে সময় বেঁধে দেয়া হয়েছিল, তা ছিল অসুবিধাজনক ও অনেক কর্মীরই তা পছন্দ হতো না। - এখানে যারা সারাদিন খেটে কাজ করে টাকা তুলছেন, তার সদব্যবহার না হবার সম্ভাবনায় অনেককেই তাদের অসন্তোষ প্রকাশ করলেন।

মোটামুটিভাবে বোঝা গেল এই যে, যে ‘আইডিয়ালিজম’ নিয়ে ভ্যালেরি টেইলর কাজ করতেন, নিজের সময়কে উৎসর্গ করতেন, তা কর্মীদের জন্যে বাস্তবসন্মত ছিল না। সে কারণে কর্মীদের মাঝে আগে থেকেই নাকি অসন্তোষ ছিল। শফি সামির সততা, অসততা সম্পর্কিত প্রশ্নে তাদেরকে তেমন অবহিত বলে মনে হলোনা। তবে বিষয়টি পর্যবেক্ষন করছেন বলে জানালেন। আমি, তীরন্দাজ ‘এলকে সান্ডমান’ এর বক্তব্য পেলেই অনুবাদ করে ব্লগে পোষ্ট করে আপনাদের জানাবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।