আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতাকে কাঁদাই , চলো !

পরিবর্তনের জন্য লেখালেখি

বিধাতার অলখিত অধরে বিদ্রুপের জাদু টোনা তুমি আঁধারে ফেলেছো পা আশংকা থেকে রঙ এর ঝুড়ি তুল্কালাম চুলে ক্যানভাস পেলে আমিও হই চিত্রকর । দেখো , সাগর মন্থনের দুঃখ নেই নীল কন্ঠে মিথ্যা থাকে না । নিয়ম কানুনের ভন্ডামি চেনে তৃতীয় নয়ন। স্বর্গ ও নরকের লোভ- ভয় বামে রেখে হাঁটি চলো তারাদের পথে । সৌরের বাইরেও আছে আলো। মহাজাগতিক ধুলো গায়ে একবার দেখে আসি মহাশূন্যের সীমানা । চলো , ঈশ্বর শিশু । একবার কাঁদাই অনাকাঙ্খিত আনন্দাশ্রুতে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।