আমাদের কথা খুঁজে নিন

   

সর্বোজনের জ্ঞাতার্থেঃ কম্পিউটারে রাত জেগে জেগে ব্লগিং এবং বিড়িটানা নিষেধ

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

এক. বর্তমান সরকার রাজনৈতিক গোলযোগের প্রসূত । দেশের জরুরী অবস্থার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্ট সময়কালের সরকার । যদিও একটি অবাধ ও নিরপেক্ষ নির্রাচন সম্পাদনাই এ সরকারের লক্ষ্য হওয়ার কথা কিন্তু এ সরকার তারচেয়েও রাজনীতিকে দুর্বত্তায়ন থেকে মুক্ত করার নামে কালা জাহাঙ্গীরের স্বপ্ন বাস্তবায়ন বেশী সচেষ্ট ।

অর্থাত ল্যাবরেটরীতে সৃষ্ট তৃতীয় শক্তির বাস্তবরূপদানে এ সরকার নিয়োজিত । আর গিনিপিগ আমরা (আম-জনতা না আবাল??) ল্যাবরেটরীর ঝতঝকে ফানেলকে আমাদের স্বপ্নলোক ভেবে ঝাপ দিতে উদগ্রীব । এদেশে যে যায় লংকায় সেই কি রাবণ হয় । এদেশে আমরা বরাবরই নিজের চরকা রেখে অন্যের চরকায় তেল দিতে পটু । তেমনি রাজনৈতিক সরকার গুলোর জনগণ ফেলে নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত আর এ সরকার নির্রাচনের তত্বাবধান ছাড়া বাকি সবকাজেই সমান উঃসাহী ।

দুই. সবসময়েই আমার বিশ্বাস সর্বোনিকৃষ্ট গনতন্ত্র সর্বোউঃকৃষ্ট একনায়কতন্ত্রের চেয়ে অনেক ভালো । সে যাই হোক, অনেক তেলখড় পুড়িয়ে ইউনুস প্রজেক্ট আতুড় ঘরেই মৃত !! কি আর করা এদেশের জনগণ আর সিভিল সোসাইটির মত মাথা ওয়ালা নয় তারা কি নোবেল কিংবা ইউনুসের মর্যাদা বুঝবে !!যত্তোসব ব্লাডি সিভিলিয়ান । (থুড়ি নট সিভিল সোসাইটি?? ) । মুর্খের দল সারাজীবন রাজা-রাণীদের অধীনেই তোরা থাকবি ?? তাহলে ডঃ কামাল আর তার মেয়ে , বদরুদ্দোজা কিংবা তার ছেলেদের কি হবে ?? তারা কি রাজারাণী হতে পারবেনা??!!এখন দেখ তোমাদের রাজরাণীরা পথের ভিক্ষারীর চেয়েও অধম । তারা চাদাবাজ, দুর্নীতিবাজ দেখ এই সরকারের মহা আবিষ্কার !!(এতদিন অশিক্ষত জনগন যেন এসব জানতনা , সবাই চমকে উঠবে বলবে উহারা খারাপ তোমরাই ভালো ,তোমরা আমাদের মাথার উপর চড়ে বস )অথচ এখন একবিংশ শতাব্দি !! টেকনোলজির যুগ ।

অপগণ্ডের দল চোখ খুলে বস । যান তোমরা কি মিস করেছ !!?? আরেকটু হলে তোমরা আলাদ্বীনের চেরাগ পেয়ে যেতে । শুধু কষ্ট করে একটা এসএমএস করলেই তোমরা ফিরতি এসএমএস-এ পেয় যেতে গ্রীনকার্ডের বাংলাদেশ !! কি অপদার্থ !কি অপদার্থ !!!কি অপদার্থ, তোমরা !!! তিন. অনেক চোর বদমাশ ধরা হলো আরও ধরতে হবে । তাই চাই বাজেট । নির্বাচন??? উমহুম!! এখন নয়।

আগে মাঠ ফাকা হোক । চোর-বদমাশ সব উজাড় হোক তারপর ফাঁকা মাঠে একদল ফেরেশতা দিয়ে নির্বাচন হবে । আর তোমরা পাবলিক নো নড়চড় । এখন জরুরী অবস্থা !। ।

মনে থাকবে ?? নো পকপক । স্টপ !! চার. বারবার সভাসমাবেশ থুড়ি , এখন জরুরী অবস্থা !! সেমিনার-সিম্পোজিয়াম পেপার-পত্রিকায় বিবৃতি আমরা রাজনীতিতে আগ্রহী নই । আরা সরকার পরিচালনা করছিনা । আমরা সবাই সাধুবাদ জানাই । হাত তালি দিয়ে অশেষ কৃজ্ঞতা জানাই ।

বলি বেশ বেশ । আর আমার মত ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই । ভাবি, ঠাকুর ঘরে কেরে ?? আমি কলা খাইনা । । পরিশেষ. দেশে জরুরী অবস্থা ।

ইলেক্ট্রিক-প্রিন্ট মিডিয়সহ জনগন সবার মুখে পলা (মাস্ক) লাগানো । সবাই সতর্ক । সবাই মুখ আর কলম চালায় আঙ্গুলে গুনেগুনে । সবাই কদম ফ্যালে হিসাব করে । তারপর আবার থামে ।

থেমে হিসাব করে ক'কদম এলো কোন ভুল হয়নি তো । । পাছে আবার দুদক ডেকে পাঠায় !! (এ ভয় থেকে মুক্তি পেতে ভাগ্য গণনা করুণ । এবং হস্তরেখায় দেখুন আপনার কি রাজনীতিবিদ হওয়ার কোন চান্স আছে ?? যদি থাকে তাহলে দুদক এ যাওয়ার রাস্তাটাও চিনে রাখুন । এ বিষয়ে পরবর্তীতে একটি পোস্ট ) অথচ কিছু আবাল ,লোমশ্যহীন গুটিকযেক টেকনো পোলাপান বাংলায় ব্লগিং করে ।

যা ইচ্ছা তাই বলে এবং লেখে । এতদিন এসব নিয়ে কারো ভাবার সময় ছিলনা । অথচ এরা যন্ত্রণা বেশী শুরু করছে । আজকাল তারা জন সচেতনতার চেষ্টা করে । পত্রিকা-টিভিতে নিউজ আসনের আগেই রাষ্ট্র কইরা ফ্যালে ।

হুদা রাষ্ট্র নয় , পুরা গ্লোবাল ভিলেজ । আজকে সিআরপি নিয়ে আছে কাল আবার না সিইসি কিংবা এসব নিয়্যা ফ্যাল না পারে । সো স্টপ !! স্টপ দ্যা ব্লগিং । একবিংশ শতাব্দী নাকি তথ্য প্রযুক্তির । সো হোয়াট ।

প্রযুক্তির সেবা নিতে ট্যাক্স দিতে হবে । ইন্টারনেট !! মোর ট্যাক্স ! সারা রাত জাইগ্যা বিড়ি ফুকবা আর সরকারকে অঙ্গুলি দিবা তা হয় না । ভাত খাইতে পারোনা অথচ বিড়ি টাইন্যা আঙ্গুল দিবা তা হতে পারে না । এখন থাইক্যা বিড়ি-কম্পিউটার-ইন্টারনেট তোমরা যা যা ব্যবহার কর সব কিছুর ট্যাক্স বাড়ানো হলো । কম্পিউটারে রাত জেগে জেগে ব্লগিং এবং বিড়িটানা এবার থামাও ।

নইলে নিষিদ্ধ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।