আমাদের কথা খুঁজে নিন

   

মখা আলমগীরকে একবার পিটিয়ে হারুন আরও একবার পুরস্কার পুরস্কার পাবে?

বিরোধী দলের চীফ হুইফকে পেটানোর কারনে যদি বিতর্কিত পুলিশ নামের কলংক হিসাবে সারা দুনিয়াতে নিন্দুকি্ত হারুন পুরস্কার পেয়ে থাকে । তবে কি এই হারুন যখন আজকের সরাস্ট্রমন্ত্রী মখা আলমগীর আত্ন সীৃত আসামী হিসাবে এই হারুনই একদিন তাকে পিটিয়ে কি আর ও একবার পুরস্কার নিবে?নির্লজ্জা এক বেয়াকুব .। .। .। .।

.। ? ফারুককে পেটানোয় হারুনকে পুরস্কার’ লিটন হায়দার ও কামাল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 2013-01-22 13:47:55.0 Updated: 2013-01-22 14:43:03.0 1 / 1 পুলিশ কর্মকর্তা হারুন-অর রশীদকে পুরস্কারের জন্য মনোনীত করার ক্ষেত্রে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে পেটানোর বিষয়টিও বিবেচনায় ছিল। মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের পর রাজারবাগে আরেক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের প্রশ্নে একথা বলেছেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর হাত থেকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ নেন উপ কমিশনার হারুন-অর রশীদ, যিনি দেড় বছর আগে সংসদ ভবনের সামনে সংসদ সদস্য ফারুককে পিটিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। হারুনকে পুরস্কারের জন্য মনোনীত করার পর থেকে বিএনপি এর সমালোচনা করে বলছে, ফারুককে পেটানোর জন্যই এই পুলিশ কর্মকর্তাকে পুরস্কার দিচ্ছে সরকার।

বিএনপির এই বক্তব্য তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “পুরস্কার পাওয়ার ক্ষেত্রে ওই বিশেষ ঘটনাটি বিবেচিত হয়েছে। ” “ওই বিশেষ ব্যক্তি কিন্তু সেদিন ওই পুলিশ কর্মকর্তার মা-বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেছিল,” একইসঙ্গে বলেন মহীউদ্দীন খান আলমগীর। সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের পর দুপুরে অপরাধ বিষয়ক এক পর্যালোচনা সভায় অংশ নেন মন্ত্রী, যার অধীনে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীগুলো। ওই অনুষ্ঠানে বক্তব্য শেষের পর হারুনকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আলমগীর, যিনি কয়েকমাস আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আসেন। ২০১১ সালের ৬ জুলাই বিএনপির ডাকা হরতালে মানিক মিয়া এভিনিউয়ে ফারুককে পেটানো হয়।

ওই ঘটনার ভিডিওচিত্রে তর্কাতর্কির এক পর্যায়ে ফারুকের ওপর হারুনকে চড়াও হতে দেখা যায়। ফারুককে সেদিন বেধড়ক পেটানো হয়, যা নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল। ওই সময়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুনপরে লালবাগ অঞ্চলের উপকমিশনার হিসেবে পদোন্নতি পান। বিএনপি দাবি করে আসছে, ফারুককে পেটানোর ‘পুরস্কার’ হিসেবে এই পুলিশ কর্মকর্তার পদোন্নতি হয়েছে। হারুনের সঙ্গে মঙ্গলবার পদক পেয়েছেন ৬৭ জন।

হারুনকে পুরস্কারের জন্য মনোনীত করার ক্ষেত্রে তার বাহিনীর বার্ষিক পঞ্জিকায় অঞ্চলের তার দায়িত্ব পালনের কথা উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, “তার (হারুন) অক্লান্ত পরিশ্রম ও তদারকির কারণে রমজান মাস ২০১২, ঈদ, দুর্গাপূজা, কোরবানির পশুর হাট, চামড়া পাচার রোধসহ এই বিভাগের আইন শৃঙ্খলা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং করে যাচ্ছেন। ” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।