আমাদের কথা খুঁজে নিন

   

অস্ট্রিয়া বাংলাদেশ ফুটবল সমিতি ২০০৭ ফুটবল উত্সব

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

বিজ্ঞাপন Ab gestern (04-06-2007) (ভিয়েনা) মোট ৭ --টি দল নতুন 'বাংলাদেশ বয়েজ' টিম এর আগমণ আরোও আর্কষণীয়ভাবে । মন মাতানো উত্তেজনায় । -------------------সমাপ্ত-------------------------- আগের বার ছিল ৬টি দল আর শক্তিশালী দল ছিল বেঙ্গল আর তাই দলীয় কোন্দলে নতুন দলের উতপত্তি 'বাংলাদেশ বয়েজ' । এই খেলার জন্য বিশেষ করে মাঠ ভাড়া করা হয়েছে । এটা নতুন না ।

তবে মাঠটি নতুন । --------------------------------------------------- কিভাবে দল গঠন করা হয়েছে? খেলার মাস খানেক আগে দলের জন্য আবেদন করে ফি দিয়ে মোহর নিয়ে নেন । এরপর শুরু হয় লোক খোজাঁ একটি দল তো লন্ডন থেকেই ৭ জন দক্ষ ফুটবলারকে উড়িয়ে নিয়ে আসে । আর ইটালি থেকেই বেশীর ভাগ লোক ভাড়া করে নিয়ে আসা হয় কিংবা আত্নীয়রা খেলতে আসে । ইউরোপের সব দেশ থেকেই লোকের সমাগম হয় ।

তবে খেলাটা তেমন আর্কষণীয় নয় । যাও কোনমতে দশর্ক শতক এর কাছাকাছি হয় তবে ফাইনাল খেলার দিন দশর্ক এর সমাগম তিনশতক ছাড়িয়ে যায় । তবে কার সময় আছে কাজ বাদে এই ফাউল আউল খেলা দেখার । কারণ যখন বিনোদন আর আনন্দ দেয় না তখনই মানুষ বিপরীত মুখো হয় । যেমন শেষ বার এই রকম এরই উত্সবের ফাইনাল ম্যাচ মারামারিতে পন্ড হয় ।

আর হয়ওনি ম্যাচটি । অউদি হবে কিনা সন্দেহ !!!! যাক, তাই টপকে এই সমিতি ! তাদের কাজে কোন প্রকার ঘাপলা করেনি । লিফলেট খুব আনন্দ সহকারে লোক মানুষ এর হাতে বিলাচ্ছেন । লাল নীল হলুদ রং বেরং এর লিফলেট । না চাইলেও আসতে জোগাড় আর কি ! গতকাল খেলায় আবাহনী হার হারতে জিতে যায় ।

তাদের বিপক্ষ দলের প্রচুর সুযোগ থাকা সত্তেও ৩-২ এ । এর মধ্যে দুই কি একটি গোল হবে যা দেখার মত । আর অন্য গুলি । পানসা গোল । হয় গোলরক্ষক এ বিচক্ষণতার অভাব ছিল না হয় ডিফেন্ডার বুদ্ধির মাকাল ফল লাভ ।

খেলার আগে থেকে প্রতি সপ্তাহে ৩ দিন প্র্যাকটিস করা হত । তবে অনিয়মিত তবে সপ্তাহে ১ দিন প্র্যাকটিস করা হতই হত । আর খেলার মাঠে নামার আগে বলা হত কে কোথায় থাকবে । যথেষ্ট অবাক করা । তবে সব দল একই পন্থা অবলম্বন করত না ।

দুই একটি দল নিদিষ্ট আর পুরনো ধাচেঁ খেলতো যার যাচাই বাছাই কমই করা হত । বরং সেই সব দল দক্ষতার সাথে খেলে কিন্তু আন্তজাতিক মানের নয় । অথার্ত সব খেলোয়াড় সেই মানের হয় না । কয়েক জন খেলোয়াড় আছে যাদের আসলেই বিদেশী ক্লাবে খেলার যোগ্যতা আছে । আর কয়েক জনের পায়ে বল এলে ভাল খেলে আর কয়েকজন বল পেলে কোন মতে চালাতে পারে ।

অধিকাংশই ৩০ এ কাছাকাছির খেলোয়াড় খুবই ভাল খেলোয়াড় না হলে তরুণরা সুযোগ পায় না । যতক্ষননা নিজেরা কোন দল গঠন করছে । আগামী ২-৩ বছরের মধ্যে আর বেশ কয়েকটি দল তৈরীর সম্ভাবনা আছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।