আমাদের কথা খুঁজে নিন

   

ইনুর ওপর হামলায় জামায়াত-শিবির: জয়

বুধবার রাত ১১টায় দেয়া স্ট্যাটাসে জয় লিখেছেন, “গতকাল জামায়াত-শিবিরের কতিপয় ক্যাডার আমাদের তথ্যমন্ত্রীর ওপর শারীরিক আক্রমণ চালিয়েছে। আমাদের বিরোধী দলের পক্ষ থেকে আরো একটি লজ্জাজনক আচরণ। একজন মন্ত্রীর ওপর হামলা, তা-ও বিদেশের মাটিতে, অকল্পনীয়। ”
মঙ্গলবার লন্ডনে একটি টিভি অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার আগে দুই যুবকের হামলার মুখে পড়েন হাসানুল হক ইনু।
এই হামলার জন্য ইনুর দল জাসদ এবং তাদের রাজনৈতিক মিত্র দল আওয়ামী লীগের নেতারাও জামায়াতকে দায়ী করেছেন।


এর পরিপ্রেক্ষিতে জামায়াত বুধবার এক বিবৃতিতে বলেছে, “লন্ডনে মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কারো কোনো সম্পর্ক নেই। ”
“কোনো অঘটন ঘটলেই তার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে মিথ্যা বক্তব্য প্রদান করা আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীগণের একটি মজ্জাগত বদঅভ্যাসে পরিণত হয়েছে। ”
সজীব ওয়াজেদ আগামী নির্বাচনে ভোট দেয়ার ক্ষেত্রে দেশবাসীকে তথ্যমন্ত্রীর ওপর হামলার বিষয়টি মনে রাখার পরামর্শও দিয়েছেন।
“এটি বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংঘটিত সকল হামলার কথা স্মরণ করিয়ে দেয়। আহসানুল্লাহ মাস্টার, ড. কিবরিয়া, আইভী রহমানের হত্যাকাণ্ড এবং অবশ্যই আমার মায়ের ওপর ২১ অগাস্টের গ্রেনেড হামলা।

একটু কল্পনা করুন, এরা আবার ক্ষমতায় এলে কী করবে। ”
জাসদ সভাপতি ইনু সাম্প্রতিক জামায়াতের বিভিন্ন নাশকতার ঘটনার পর তথ্যমন্ত্রী হিসাবে সরব। তাণ্ডব চালানোর মধ্য দিয়ে জামায়াত-শিবির ‘সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী’ দল হিসেবে ‘আত্মপ্রকাশ করছে’ বলে মন্তব্য করে আসছেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.