আমাদের কথা খুঁজে নিন

   

পিছন ফিরে দেখি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব------------- পলগুলো শুঁকোতে দিয়েছে জৈষ্ঠের রোদে, ভেজা ভ্যাপসা গন্ধ চারপাশে ; হঠাৎ বৃষ্টি এলো, পলগুলো জড়ো করছে কৃষক বধু, করতেই ব্লাউজহীন দেহ তার ভিজে ছোপ ছোপ, পাতলা শাড়ীর নিচে উঁিক দিতেছে একজোড়া পুলকের খাবার ; ভেজা চুলে বৃষ্টির ফোঁটায় কী মধুর আর সুন্দর লাগছে বধুরে এই মধু মাসে। ঘরে তুলেছে এবার পাঁচবিঘা জমির একশত মন ধান, গাভী দুটো দেয় পাঁচসের দুধ একবিঘা জমির আছে একটি গভীর দিঘি, তাতে আছে রুই কাতলা আর দেশী মাগুর তাদের প্রয়োজন পড়েনা কখনো ঘুষ, চুরি, টেন্ডার বাগানো কিংবা চক্রবৃদ্ধির সুদ চালে লাউডুগি, উঠোনের পেঁপে, রবি শস্যের সবজি, সব মিলে ঘরগিরস্তি মধুর ! রাতের বেলা মিলনে কৃষানীর গা থেকে বেুরুয়, গাভীর চেনার আর ভাঁটের গন্ধ তবু তা যেন পৃথিবীর সব ফুলের থেকে ঘ্রাণময় ঠেকে ন্যাংটি পড়া কৃষকের ; আকাশে বাঁকা চাঁদ দেখে, কৃষাণীর গোল বুক ধরে কৃষক বলে, ‘আহা কেমুন আনন্দ’ চল আমরা শুতে যাই, আজ দেখিস, রাখিব না গত রাতের কোনো জের।

এভাবে চলে বাংলার আবহমান গ্রাম, গিরস্তি, আর আমাদের চিরায়ত চেতনা দয়ামায়াহীন এই নগর, শহর, আর কথিত প্রযুক্তিগত শোষক শিক্ষা আমরা চাইনা। নিসর্গ : ঢাকা ৩০.০৫.২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।