আমাদের কথা খুঁজে নিন

   

এবার আপনিও পারবেন Pendrive বা Computer Drive এর আইকনে নিজের ছবি দিতে (Software ছাড়া)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের এমন একটি টিপস শিখবো যে টিপস দিয়ে আপনি পেন ড্রাইভ/ কম্পিউটার ড্রাইভে নিজের ছবি দিতে পারবেন অনেক সহজ ভাবে। তাহলে আসুন নিয়মটা শিখে নিই, প্রথমে Notepad চালু করুন ।

এবার নিচের লেখা গুলো লিখুন অথবা কপি করে পেষ্ট করুন। [autorun] Icon=hossianBD.bmp এবার উপরের লেখাগুলো autorun.inf নাম দিয়ে সেভ করে রাখুন। এবার আসুন আইকন তৈরি করার পালা, যে আইকন আপনি ইমেজে ব্যবহার করবেন। প্রথমে আপনি যে ছবি আইকনে দিবেন তা নির্বাচন করুন। এবার ছবিটা Photoshpe /MS Paint এর প্রোগ্রাম চালু করুন।

আমি কাজটা ফটোশপে মাধ্যমে করেছি আপনি ইচ্ছা করলে MS Paint কাজটা করতে পারেন।
এবার File থেকে Open এ ক্লিক করে আপনার পছন্তমত ছবি নির্বাচন করে ফটোশপে ওপেন করুন। এখন টুলবার থেকে Crop সিলেক্ট করে ছবিটা ৬০ pixel বাই ৬০ pixel রিসাইজ করে HossianBD নামে সেভ করুন। সবশেষ ছবি আর লেখা দুইটি ফাইলকে কাট বা কপি করে পেন্ড্রাইভে পেস্ট করুন। এখন পেনড্রাইভটি খুলে আবার প্রবেশ করান।

আর দেখুন জাদু...। বিঃদ্রঃ এভাবে কম্পিউটারের সকল ড্রাইভেই আপনার পছন্ধের ছবি ব্যবহার করতে পারবেন।
আজকের মতো এই পর্যন্ত।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.