আমাদের কথা খুঁজে নিন

   

আরিল, ব্লগের আজকের অবস্থার জন্য আপনি, শুধুমাত্র আপনি দায়ী

গুড বাই সামহোয়্যার, জ্ঞানপাপীদের বানানো ব্লগে না থাকলেও চলবে আমার।

ক্ষমা করবেন আরিল, আমি সেদিনের অর্বাচীন, ভাতকে এখনও অন্ন বলতে শিখিনি, তবুও ছোট মুখে কিছু বড় কথা আজকে লিখতে হচ্ছে। এখানে, একদল গোলাম আজমের, নিজামীর সাক্ষাতকার আমাদের পড়িয়ে ছাড়বেন এই ব্রত নিয়ে এসেছেন, আরেকদল "ফ্লাডিং" আর "অশ্লীলতা" দিয়ে আমাদের নিজামীদের হাত থেকে বাচিয়ে দিবেন বলে ব্লগ ভরে ফেলছেন। আমি কোনদিন গালাগালির পক্ষে ছিলাম না, এখনও নেই। কিন্তু অশ্লীল কথাগুলো সাবধানে পাশ কাটিয়ে আমি দ্বিতীয় দলের আক্ষেপটা শুনতে পাই, তাদের হাহাকারটা আমার কানে বাজে, এজন্য নিজেকে আমার মানসিক রোগীও মনে হয় না।

আমি নিজের মাঝে কোন যুক্তি খুঁজে পাইনা যা দিয়ে এই অশ্লীলতার আমি প্রতিবাদ করব। এত অসহায় জীবনে খুব কম অনুভব করেছি, বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার। আরিল, আপনি হয়ত আমার থেকেও ভাল জানবেন আমাদের গৌরবের ইতিহাস। হয়ত আমার থেকেও ভাল জানবেন সেই গৌরব গাঁথার পিছনে লজ্জার গল্প। একাত্তরের দুর্দিনে যখন আমাদের এক হয়ে থাকার কথা ছিল, দানবের থাবা আমার বোনের গায়ে লাগার আগে যখন নিজেকে আমার এগিয়ে দেবার কথা ছিল, আমরা সবাই তা দেইনি।

সেদিন আমাদের কিছু "মানুষ" সেই দানবদের নিয়ে এসেছিল ঘরের উঠোনে, হাত তুলে দেখিয়ে দিয়েছিল আমার বোনকে, উঠিয়ে নিয়ে গিয়েছিল আমার ভাইকে। ৩০ লক্ষ সংখ্যাটির উপর আমার কোন অবিশ্বাস নেই আরিল, তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি, সেই সব "মানুষ" যদি না থাকত, এই সংখ্যাটি এত বড় হত না। লন্ডনের পলাশের ঘটনা আপনার "প্রেটি সেক্সি ম্যাকবুকে" পড়া যায় কিনা আমি জানি না। আমি পড়তে চান কিনা তাও আমি জানি না। শুধু বলব, জর্জ হ্যারিসনদের আমরা ভুলিনি, আমরা ভুলিনা।

এই ব্লগ নিয়ে হয়ত আপনারও কিছু করার ছিল। আরিল, ব্লগের আজকের অবস্থার জন্য আপনি, শুধুমাত্র আপনি দায়ী। আমার আজকের এই অসহায়ত্বের জন্যও আপনি দায়ী। আমিই সবার আগে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যখন সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. লেখাটির মূল্যায়ন আপনি করেছেন। আপনারা সব পড়েন, সব দেখেন, ব্লগের সর্বশেষ স্ট্যাটাস "আশার আলো" নামের ব্লগারের থেকেও আপনারা ভাল জানেন।

আপনারা দেখেও দেখেন না শুধু এই লেখাটি - আরিল,এই সিদ্ধান্তটা আপনাকে নিতেই হবে,এখুনি.. ভেলরির দিকে হাত বাড়িয়ে দেয়া লেখাটি আপনারা নির্বাচিত পোস্টে স্থান দেন। কিন্তু সযত্নে এরিয়ে যান ১০৫ জন মানুষের রেটিং করা, ১০৬ টি মন্তব্যে সমৃদ্ধ, ১১৬৬ বার পঠিত একটা লেখা। একটা হিসেব দিবেন প্লিজ? ডাটাবেজটা ঘেটে একবার দেখবেন লেখাটা কতজন ব্লগার প্রিয় পোস্ট হিসেবে বাছাই করেছেন? আমি ঘুরে ঘুরে শুধু এটুকু দেখেছি, এমন অনেক ব্লগার এই তালিকায় আছেন যারা না থাকলে আপনাদের সামহোয়্যার-ইন "আমি আজিকে ডিম পাড়িলাম" টাইপ লেখাতেই উপচে পড়ত। আমার সেই প্রিয় লেখকের প্রিয় লেখাটির উপসংহার দিয়েই শেষ করি - "আরিল,আপনি জেনে রাখুন,আমি অথবা আমার উত্তর প্রজন্ম একদিন না একদিন সেই নরপিশাচ আর তাদের মদদ দাতাদের বিচার করবই। আজ অথবা একশ বছর পরে সেই ঘৃণীত মানুষদের তালিকায় যেন আপনাকে আমরা না রাখি,সে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে,এখুনি..."


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.