আমাদের কথা খুঁজে নিন

   

'লুকিং ফর শত্রু'-- এবার যদি বন্দুকের নল যায় ঘুরে?

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

কলেজ পড়ুয়া এক তরুন কে পারিবারিক অনুষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়েছিলো রানীর অভিজাতবাহিনী । তরুনের অপরাধ- তার নামে নাম, কোন এক ভয়ংকর অপরাধী নাকি ফেরারী হয়েছে । সে রাতেই নিরীহ তরুনকে নিয়ে অস্ত্র উদ্ধারের নাটক । 'ক্রসফায়ার' নামের খুনের উৎসব । খুনকে আবার জায়েজ করার জন্য ভাড়াকরা লোকজন দিয়ে আনন্দমিছিলের আয়োজন ।

ভয়ংকর খুনীকে খুন করতে পারলে তো নিরীহ নাগরিক জয়ধ্বনি উচচারন করবেই রানীমাতার নামে! লুৎফুজ্জামনা বাবর--সদাহাস্যময়,'অতীতভুলে সামনে তাকানো', উন্নয়নকামী রাজনীতিকগনের এক অতিউজ্জ্বল মডেল আপনি । কি ভীষন স্মার্ট, চুলে জেল মাখেন, দেশের শত্রু সন্ধানে সদা ব্যস্ত, কি চমৎকার ভংগীতে ডায়ালগ থ্রো করেন-'উই আর লুকিং ফর শত্রু', জেহাদীদের বোমা হামলায় মানুষ মরলে আর সেই সব মানুষের মাঝে একজন ধর্মে সংখ্যালঘু হলে-আপনি বোমা হামলার নতুন 'ডাইমেনশন'খুঁজে পান, এতোটাই ডায়ানামিক আপনি জনাব । আপনাকে নিয়ে আজ আমি বড়ই উদ্বিগ্ন । রানীমাতা নেই আজ, নতুন রাজা সমাসীন । আপনার প্রিয় রানীমাতার অভিজাতবাহিনী এখন নতুন রাজার লোক ।

যদি কোনো নির্দেশে তারা আপনাকে নিয়ে আজ রাতে অস্ত্র উদ্বার অভিযানে বের হয়, যদি আজ রাতে ঘটে যায় সেই উৎসব! ওহ নো! কি সব অলুক্ষনে ভাবনা ভাবছি আমি । আপনাদের শরীরে নীলরক্ত । নীলরক্ত কি আর ধুলির ধুলোয় গড়ায়? এই পঁচে গলে যাওয়া নোংরা দেশে সম্ভাবনাময় তরুনদের প্রয়োজন ফুরিয়েছে । তারা খুন হোক, তারা নষ্ট হয়ে যাক,তারা নির্বাসিত হোক। এই নষ্ট জনপদে আপনাদের প্রয়োজন হে সিপাহশালার।

আপনারা নিরাপদ থাকুন,বেঁচেবর্তে থাকুন । সাময়িক অমানিশা কেটে আলোর ভোর আসবে আবার ,আপনাদের জন্যই। আপনাকে আমার, আভুমি আনত অভিবাদন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.