আমাদের কথা খুঁজে নিন

   

“বিশ্বজিতের নামে সড়ক চাই “

.............। বিশ্বজিত ছিলো আমাদের লোক, আমাদের মত খেটে খাওয়া সাধারন মানুষ,যার সাথে কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিলো না। আর সেজন্যই তার পক্ষে কোন দাবী নিয়ে রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথা নেই। আজ যদি সে কোন রাজনৈতিক দলের কর্মী বা নেতা হত তাহলে তাকে দেয়া হত মরনোত্তর কত উপাধি আর কত কত দাবী উঠে আসতো তার উছিলায়। আমাদের দেশে এমন উদাহরনও আছে যে, চাঁদাবাজীর টাকা ভাগ বাটোয়ার করতে গিয়ে সংঘর্ষে নিহত ব্যক্তির নামের আগে বিশেষন যোগ করা হয়েছে বা তার নামে নানা মহৎ কর্মকান্ড করার দাবী উঠেছে নানাসময় দলীয় সংগঠনগুলো থেকে।

বিশ্বজিত সব কিছু থেকে বঞ্চিত, কারন সে ছিল সাধারন মানুষের কাতারে। আর আমাদের দেশে সাধারন মানুষের অধিকার খুব বেশী সাধারন হয়ে যায় অর্থবিত্ত আর পেশী শক্তির কাছে পিষ্ট হয়ে। সেই সাধারনের কাতারের একজন হিসেবে আমার দাবী , “বিশ্বজিতের নামে সড়ক চাই” যে স্থানে, যে সড়কে নোংরা রাজনীতির কালো থাঁবা কেড়ে নিয়েছিলো বিশ্বজিতের প্রান,সেখানেই থাকুক বিশ্বজিতের নাম,যাতে আমাদের ভবিষ্যত প্রজম্ম জানতে পারে, নোংরা রাজনীতির নির্মম বলি এই প্রজম্মের খেটে খাওয়া মানুষের অপরিসীম দুর্ভোগের কথা। একদিন এর দায়ভার বর্তমানের সবকটি রাজনৈতিক দলকেই নিতে হবে। ইতিহাসের পাতায় তাদের নাম কালো নাকি স্বর্নের অক্ষরে লিখা হবে তা সময়ই বলে দিবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।