আমাদের কথা খুঁজে নিন

   

নোটিশ

স্মৃতিচারণ ও এলোমেলো ভাবনা। বেশিরভাগই জগাখিচুড়ি।

গত কয়েকদিন ব্লগে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্খিত ঘটনার ফলস্বরূপ বা প্রতিবাদে ধারাবাহিক "আমার ধর্মবেলা" সাময়িকভাবে চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধর্ম মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। জোর করে মানুষকে ধর্ম গিলানো যায় না।

আর ধর্ম সম্পর্কে সবারই নিজস্ব মতামত আছে। আমি বিশ্বাস করি ধর্ম সম্পর্কিত নেগেটিভ প্রশ্নাবলী যদি কারও সামনে হাজির হয়, তা নিয়ে অনুসন্ধান করাটাই স্বাভাবিক। এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে, মানুষ এসব প্রশ্নের উত্তর অনুসন্ধান করবে- এটাই স্বাভাবিক। কে নাস্তিক, কে আস্তিক, কে বিধর্মী তা নিয়ে আমাদের কারও মাথাব্যাথা থাকা উচিত নয়।

উপরওয়ালা যদি সত্যিই থেকে থাকেন তবে তিনি এসব মূল্যায়ন করবেন। মানুষ হিসাবে আমাদের এসব মূল্যায়ন থেকে দূরে থাকা উচিত। যেকোন বিষয় বা বস্তুর সমালোচনা থাকবেই। তাই সমালোচনা গ্রহন করতে পারার মানসিকতা আমাদের থাকতে হবে। সমালোচনা গ্রহন করতে না পারা মানে নিজের বিশ্বাসের প্রতি নিজের শ্রদ্ধা না থাকা।

তাই যার নিজের বিশ্বাসের প্রতি অটুট মনোবল নেই, তার অন্যের বিশ্বাস বা কোনকিছুর গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন করার অধিকার নেই। আমি নিজে উপরের কথাগুলো বিশ্বাস করি। কিন্তু ব্লগে বর্তমানে চলমান অস্হিতিশীলতা আমাকে আমার ধারাবাহিক চালিয়ে যাওয়ার ব্যাপরে অনাগ্রহী করে তুলেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।